News:

Skill.jobs Forum is an open platform (a board of discussions) where all sorts of knowledge-based news, topics, articles on Career, Job Industry, employment and Entrepreneurship skills enhancement related issues for all groups of individual/people such as learners, students, jobseekers, employers, recruiters, self-employed professionals and for business-forum/professional-associations.  It intents of empowering people with SKILLS for creating opportunities, which ultimately pursue the motto of Skill.jobs 'Be Skilled, Get Hired'

Acceptable and Appropriate topics would be posted by the Moderator of Skill.jobs Forum.

Main Menu

সনি আনল রোবট কুকুরছানা ‘এইবো’

Started by Shaha Noor, September 11, 2018, 02:15:33 PM

Previous topic - Next topic

Shaha Noor

সনি আনল রোবট কুকুরছানা 'এইবো'

বিশ্ববিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ল একটি ছোট্ট রোবোট কুকুরছানা, যার নাম 'এইবো'। তবে আকারে যত ছোটই হোক না কেন, দামটা কিন্তু সবার নাগালের মধ্যে নেই!

যুক্তরাষ্ট্রের বাজারে এই কুকুরছানা কিনতে হলে আপনাকে গুনতে হচ্ছে ২ হাজার ৮৯৯ মার্কিন ডলার। তবে প্রথমে দামটা বাড়াবাড়ি রকমের বেশি মনে হলেও যখন রোবটটি আপনাকে সঙ্গ দিতে শুরু করবে, তখন মনে হতে পারে, টাকাটা একবারে জলে যায়নি।

'এইবো' উন্মুক্ত করার অনুষ্ঠানে সনির পক্ষ থেকে জানানো হয়, রেবোটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আর সেন্সরের মতো বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি তাঁরা ব্যবহার করেছেন এই রোবট তৈরিতে। যেখানে এই রোবটের চোখে বসানো হয়েছে ওএলইডি, যাতে দেখে মনে হয় জীবন্ত কুকুরছানাই চোখ পিটপিট করছে। মোবাইলে 'এইবো অ্যাপ' ব্যবহার করে আপনি এর চোখের রং পরিবর্তন করতে পারেন, তার নাকের ডগায় বসানো ক্যামেরা দিয়ে সে কোন ছবি তুললো, তা দেখতে পারেন। আবার তার শরীরে বসানো সেন্সরগুলো দিয়ে সে আশেপাশের পরিবেশ সম্পর্কে কী তথ্য নিচ্ছে, সেগুলোও দেখে নিতে পারেন।
ভাবে সেন্সরগুলো থেকে তথ্যের সমন্বয় করেই 'এইবো' ঠিক করে তার পথের বাধাগুলো কীভাবে এড়িয়ে চলতে হবে। ক্যামেরা দিয়ে সে চিনবে আপনাকে আর আপনার আশপাশের মানুষকে। এভাবেই 'এইবো' দিনকে দিন শিখবে, আর হয়ে উঠবে আরো বেশি স্মার্ট। আপনি তাকে হ্যান্ডশেক বা হাই-ফাইভের মতো কাজগুলোও শেখাতে পারেন, তবে জীবন্ত কুকুরছানার মতোই তাকে কয়েকবার বিষয়টি বুঝিয়ে দেওয়া লাগতে পারে।

তবে শুধু যে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর করেই এইবোকে তৈরি করা হয়েছে, তা কিন্তু নয়। এর বাহ্যিক অবকাঠামোতেও রয়েছে বেশ চমক। সাধারণত আমরা রোবটের চলাচল বলতে যে ধরনের সীমিত পরিসর বুঝে থাকি, 'এইবো'র ক্ষেত্রে বিষয়টি বেশ চমকপ্রদ। অনেকগুলো সিঙ্গেল ও ডুয়েল এক্সিস জয়েন্টের কারণে 'এইবো' খুব স্বাচ্ছন্দেই টেবিলে গড়াগড়ি খেতে পারে, সোজা হয়ে বসতে পারে, আবার প্রভুর সামনে সে জীবন্ত কুকুরের মতো লেজও নাড়তে পারে।

#Aibo can be controlled through touch or voice commands, from first impressions the movement is pretty life like! pic.twitter.com/byOLU9oQyX

— Jake Krol (@Jake31Krol) August 23, 2018

তবে গড়াগড়ি আর চলাচলে যতই পারদর্শী হোক না কেন, 'এইবো'কে ঘরের বাইরে বা ঘাসের মধ্যে নিতে বারণ করছে সনি। আর পানিতে তো নেওয়া যাবেই না। পরিষ্কার মেঝেই 'এইবো'র জন্য সবচেয়ে ভালো জায়গা।

'এইবো'র চার্জ অবশ্য খুব বেশি থাকে না। দু'ঘণ্টায় পুরো চার্জ করার পর দু'ঘণ্টাই সময় কাটানো যাবে ওর সঙ্গে। মজার ব্যাপার হলো, চার্জ নেওয়ার সময় হলে 'এইবো' নিজেই চলে যাবে চার্জিং ডকে।

তাই আপনার যদি শখ হয়েই থাকে, ঘরে এমন একটি রোবট কুকুরছানা রাখার, 'এইবো' খুব একটা হতাশ করবে না আপনাকে। তবে প্রায় তিন হাজার ডলার খরচের বিষয়টি ভুলে যাবেন না যেন! আর হ্যাঁ, অনেক কম খরচে আপনি সত্যিকারের একটি কুকুরছানা পুষতেই পারেন, তবে একমাত্র 'এইবো'ই আপনাকে দেবে পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্তি।

Source : ntv BD news
Sr. Executive
Skill Jobs