Author Topic: আয়কর রিটার্ন ফরম কিভাবে পূরণ করতে হবে?  (Read 1584 times)

Shaha Noor

  • Global Moderator
  • Full Member
  • *****
  • Posts: 100
আয়কর রিটার্ন ফরম কিভাবে পূরণ করতে হবে?
By Md. Jahangir Alam
২০১৬-২০১৭ কর বর্ষে নতুন ফরমসহ ব্যক্তিশ্রেণীর করদাতারা চার শ্রেণীর ফরম আছে আগের এবং বর্তমান ফরমের মধ্যে করদাতা যেটি সুবিধা মনে করবেন সেটি ব্যবহার করবেন।
নিম্নে ফরম চারটি উল্লেখ করা হল

১.    যে সকল ব্যক্তি করদাতার বেতন খাত হতে আয় রয়েছে সে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম (IT-11UMA) প্রযোজ্য হবে।
●    রিটার্ন  ফরমটি  কেবল  বেতনভূক্ত  করদাতাদের  জন্য  প্রণয়ন  করা  হয়েছে (পরিশিষ্ট-খ)।  করদাতার পরিচিতিমূলক তথ্য, বিভিন্ন খাতের আয়ের বিবরণ এবং প্রদেয় ও পরিশোধিত আয়করের বিবরণ প্রদানের ব্যবস্থা রয়েছে।
●    রিটার্নটির  অপর  পৃষ্ঠায়  বেতনভূক্ত  করদাতাদের  জন্য  প্রণীত  পৃথক  সম্পদ বিবরণী (IT-10BBB) এর ছক মুদ্রিত আছে।
●    রিটার্ন ফরমটির সাথে ফরম পূরণের অনুসরণীয় নির্দেশাবলী রয়েছে।
●    এ  রিটার্ন  ফরমের  সাথে  জীবনযাত্রার  মান  সম্পর্কিত  তথ্য  বিবরণী  বা  ফরম আইটি-১০বিবি দাখিল বাধ্যতামূলক নয়। তবে কোন করদাতা ইচ্ছা পোষণ করলে আইটি-১০বিবি দাখিল করতে পারবেন।
●    উল্লেখ্য, এ ধরণের করদাতারা ইচ্ছা করলে আইটি-১১ঙ এর পরিবর্তে ব্যক্তি শ্রেণীর জন্য প্রচলিত  আট পৃষ্ঠার  আয়কর রিটার্ন ফরম আইটি-১১গ ব্যবহার করতে পারবেন।
●    রিটার্ন  ফরমটি  পুরণকালে  করদাতাগণ  এই  নির্দেশিকার  তৃতীয়  ভাগে  বর্ণিত পদ্ধতিতে বিভিন্নখাতের আয় পরিগণনা করে রিটার্নের নির্দিষ্ট অংশে লিপিবদ্ধ করতে পারেন। ফরমটি ৫৯ পৃষ্ঠায় উল্লেখ আছে
২.    যে সকল ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় রয়েছে ও এরূপ আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার বেশী নয় সে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম (IT-11CHA)  প্রযোজ্য হবে।
●    যে সকল ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় রয়েছে এবং এরূপ আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার বেশী নয় সে সকল করদাতার জন্য এই আয়কর রিটার্ন ফরম  (IT-11CHA)  প্রণয়ন  করা  হয়েছে  (পরিশিষ্ট-গ পৃষ্ঠা নং ৫৫ )।  করদাতার পরিচিতিমূলক তথ্য, বিভিন্ন খাতের আয়ের বিবরণ এবং প্রদেয় ও পরিশোধিত আয়করের বিবরণ প্রদানের ব্যবস্থা রয়েছে।
●    রিটার্নটির  অপর  পৃষ্ঠায়  এ  ধরনের  করদাতাদের  জন্য  পৃথক  সম্পদ  বিবরণী (IT-10BBBB) এর ছক মুদ্রিত আছে।
●    রিটার্ন ফরমটির সাথে ফরম পূরণের অনুসরণীয় নির্দেশাবলী রয়েছে।
●    এ  রিটার্ন  ফরমের  সাথে  জীবনযাত্রার  মান  সম্পর্কিত  তথ্য  বিবরণী  বা  ফরম আইটি-১০বিবি দাখিল বাধ্যতামূলক নয়। তবে কোন করদাতা ইচ্ছা পোষণ করলে আইটি-১০বিবি দাখিল করতে পারবেন। 
●    উল্লেখ্য, এ ধরণের করদাতারা ইচ্ছা করলে আইটি-১১চ এর পরিবর্তে ব্যক্তি শ্রেণীর জন্য প্রচলিত  আট পৃষ্ঠার  আয়কর রিটার্ন ফরম আইটি-১১গ ব্যবহার করতে পারবেন।
●    রিটার্ন  ফরমটি  পূরণকালে  করদাতাগণ  এই  নির্দেশিকার  তৃতীয়  ভাগে  বর্ণিত পদ্ধতিতে বিভিন্নখাতের আয় পরিগণনা করে রিটার্নের নির্দিষ্ট অংশে লিপিবদ্ধ করতে পারেন। ফরমটি ৫৫ পৃষ্ঠায় উল্লেখ আছে।
 ৩.    যে সকল ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় ৩ লক্ষ  টাকার বেশী  সে সকল করদাতার জন্য পূর্বের ফরম (IT-11GA) প্রযোজ্য হবে।
    এ ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় চালু আছে (পরিশিষ্ট-ঘ)। সকল ব্যক্তি শ্রেণীর করদাতা এ ফরমটি ব্যবহার করতে পারবেন। এই রিটার্নটি আট পৃষ্ঠা বিশিষ্ট যার প্রথম পৃষ্ঠায় করদাতার পরিচিতিমূলক তথ্য, দ্বিতীয় পৃষ্ঠায় করদাতার বিভিন্ন খাতের আয়ের বিবরণ, প্রদেয় ও পরিশোধিত আয়করের বিবরণ ও প্রতিপাদন, তৃতীয় পৃষ্ঠায় বেতন ও গৃহস¤পত্তি  আয়ের  বিস্তারিত  বিবরণ  সম্বলিত  পৃথক  দু’টি  তফসিল,  চতুর্থ  পৃষ্ঠায় বিনিয়োগজনিত  কর  রেয়াতের  একটি  তফসিল  ও  দাখিলকৃত  প্রমাণাদির  তালিকা লিপিবদ্ধ করার ছক রয়েছে। রিটার্নের পঞ্চম ও ষষ্ঠ পৃষ্ঠায় করদাতার স¤পদ, দায় ও ব্যয় বিবরণী, সপ্তম পৃষ্ঠায় জীবনযাত্রার মান স¤পর্কিত তথ্যের বিবরণী এবং শেষ পৃষ্ঠায় রিটার্ন ফরম পূরণের অনুসরণীয় নির্দেশাবলী রয়েছে।  তবে ১নং, ২নং এ বর্ণিত করদাতারাও ইচ্ছা করলে এই ফরম ব্যবহার করতে পারবেন। ফরমটি ৫৮ পৃষ্ঠায় উল্লেখ আছে।
৪.  সকল ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য ফরম আইট-১১গ-২০১৬
(১) ব্যক্তি করদাতার জন্য নতুন প্রবর্তিত রিটার্ন ফরম ITGA2016 এর মূল রিটার্নটি তিন পৃষ্ঠার (পরিশিষ্ট-ঙ)। মূল রিটার্নের সাথে প্রাপ্তি স্বীকার পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে বেতন, গৃহ সম্পত্তির আয়, ব্যবসায় বা পেশা খাতে আয় ও কর রেয়াতের জন্য পৃথক তফসিল সংযুক্ত করতে হবে। তিন পৃষ্ঠার মূল রিটার্ন পূরণ করা সকল ব্যক্তি করদাতাদের জন্য বাধ্যতামূলক। এত প্রথম পৃষ্ঠায় করদাতার বিষয়ে মৌলিক তথ্য, দ্বিতীয় পৃষ্ঠায় আয় ও করের হিসাব এবং তৃতীয় পৃষ্ঠায় সংলাগ, করদাতার প্রতিপাদন ও স্বাক্ষর প্রদান করতে হবে।

করদাতার আয়ের উৎসের উপর নির্ভর করে মূল রিটার্নের সাথে তফসিল যোগ হবে। বেতন আয় থাকলে বেতন সংক্রান্ত তফসিল 24A, বাড়িভাড়া  আয় থাকলে সে আয়ের তফসিল 24B এবং ব্যবসায় বা পেশাগত আয় থাকলে ব্যবসায় বা পেশাগত আয়ের তফসিল 24C মূল রিটার্নের সাথে যোগ হবে। যে করদাতার এসব কোন খাতের আয় নেই তার কেবল তিন পৃষ্ঠার মূল রিটার্ন দাখিল করলেই চলবে, তফসিল দাখিল করার প্রয়োজন হবে না।

কেউ বিনিয়োগ রেয়াত দাবি করলে মূল রিটার্নের সাথে বিনিয়োগ রেয়াত সংক্রান্ত তফসিল 24D দাখিল করতে হবে। করদাতা রেয়াত দাবি না করলে তফসিল 24D দাখিল করার প্রয়োজন হবেনা।

মূল রিটার্নের প্রথম পৃষ্ঠার ০১ হতে ২৩ পর্যন্ত ক্রমিকে করদাতার বিষয়ে মৌলিক তথ্য প্রদান করতে হবে। এ অংশে পর্যায়ক্রমে কর বছর, করদাতার নাম, লিঙ্গ, টিআইএন, সার্কেল, কর অঞ্চল, আবাসিক মর্যাদা, বিশেষ কর অব্যাহতি সুবধাপ্রাপ্তির যোগ্যতা  গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি ব্যক্তি, ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ব্যক্তি, প্রতিবন্ধি ব্যক্তির পিতামাত বা আইনানুগ অভিভাবক ইত্যাদি), জন্ম তারিখ, আয় বছর ইত্যাদি সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। ১২ ক্রমিকে আয় বছর শুরু ও সমাপ্তির তারিখ উল্লেখ করতে হবে।

রিটার্নের দ্বিতীয় পৃষ্ঠার ২৪ হতে ৪৮ ক্রমিকে করদাতা আয় ও করের তথ্য উল্লেখ করতে হবে।
রিটার্নের তৃতীয় পৃষ্ঠায় সংলাগ, করদাতার প্রতিপাদন ও স্বাক্ষর প্রদান করতে হবে।
কোন ব্যক্তি করদাতা প্রতিবন্ধি সন্তানের জন্য অতিরিক্ত করমুক্ত সীমার সুবিধা গ্রহণ করলে, তার স্ত্রী/স্বমী অনুরূপ সুবিধা গ্রহণ করেছেন কি-না তার তথ্য ৫০ ক্রমিকে প্রদান করতে হবে।

ক্রমিক নং-৫১ তে ৮০(১) ধারা অনুযায়ী করদাতার জন্য পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (IT-10B2016)
করদাতার রিটার্নের সাথে যে সকল তফসিল সংযুক্ত করা হয়েছে তার তথ্য ৫২ ক্রমিকে প্রদান করতে হবে।

করদাতার রিটার্নের সাথে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (IT-10B2016) এবং জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী (IT-10B2016) সংযুক্ত করা হয়েছে কি না তার তথ্য ৫৩ ক্রমিকে প্রদান করতে হবে।

কোন ব্যক্তি-করদাতার ক্ষেত্রে পরিসম্পদ , দায় ও ব্যয় বিবরণী দাখিল বাধ্যতামূলক না হলেও করদাতা চাইলে স্বপ্রণোদিতভাবে voluntarily) পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দাখিল করতে পারবেন।
ক্রমিক নং-৫৪ তে রিটার্নের বিভিন্ন উৎসের আয় ও কর পরিশোধের স্বপক্ষে যে সকর প্রমাণাদি দাখিল করবেন তার তালিকা প্রদান করবেন।
ক্রমিক নং-৫৫ তে করদাতার পূর্ণ নাম উল্লেখ করবেন এবং রিটার্নে প্রদর্শিত আয়ের সত্যতা সম্পর্কে ৭৫ ধারা অনুযায়ী প্রতিপাদন ও স্বাক্ষর (তারিখ সহ) প্রদান করবেন।
www.goldenbusinessbd.com -এ ফরমগুলো কনভার্ট করে দেওয়া  হয়েছে। শুধুমাত্র আপনার তথ্যগুলো ফরমে Input দিলে ১০/১৫ মিনিটের মধ্যেই আপনার রিটার্নটি তৈরি হয়ে যাবে। ফাইলটি সেভ করে প্রিন্ট দিয়ে এর সাথে প্রয়োজনীয় কাগজ সংযুক্তি করে আয়কর  অফিসে রিটার্ন জমা দেওয়া যাবে।


Source: Global Business
Md. Shahanur Alom Zibon
Intern
Career Development Center (CDC)

Daffodil International University (DIU)
Phone:+ 88 02 8130864, 8129177, 8129402 Ext:400
E-mail: [email protected]
Cell: 01914276847

Address:Daffodil Tower, Level-04, 4/2 Sobhanbag, Dhanmondi, Dhaka-1207 Bangladesh.