News:

Skill.jobs Forum is an open platform (a board of discussions) where all sorts of knowledge-based news, topics, articles on Career, Job Industry, employment and Entrepreneurship skills enhancement related issues for all groups of individual/people such as learners, students, jobseekers, employers, recruiters, self-employed professionals and for business-forum/professional-associations.  It intents of empowering people with SKILLS for creating opportunities, which ultimately pursue the motto of Skill.jobs 'Be Skilled, Get Hired'

Acceptable and Appropriate topics would be posted by the Moderator of Skill.jobs Forum.

Main Menu

Some English term to be an SMART

Started by arif, April 17, 2017, 08:51:48 PM

Previous topic - Next topic

arif

স্মার্ট হতে চান? তবে এই ৯টি ইংলিশ টার্ম জেনে রাখুন

অফিসে-কলেজে-পাড়ার রকে নিজেকে আরও স্মার্ট দেখাতে চান? তবে আধুনিক কথ্য ইংলিশের এই শব্দগুলি, তার অর্থ ও প্রয়োগ অবশ্যই জেনে রাখুন।

১) বাস্টেড— কাউকে বাস্ট করা মানে তাকে অপরাধমূলক কিছু করার সময় ধরে ফেলা। যেমন 'The police bust people every day' তেমনি কারও সম্পর্কে বলতেই পারেন `He got busted yesterday by the boss'।

২) মেহ— কোনও কিছু একেবারেই আকর্ষণীয় না হলে, ভাল না লাগলে, উদাসীন বোধ করলে বলুন 'Meh'

৩) আই অ্যাম বিট— এর অর্থ আপনি প্রচন্ড ক্লান্ত। যেমন কেউ হয়তো সিনেমা যেতে বলছে। আপনি বলুন, 'Sorry, I can't. I'm beat and I have to wake up early tomorrow.'

৪) আই অ্যাম গেম— কোনও কিছুতে অংশগ্রহণ করার প্রস্তাবে রাজি হলে বলুন 'I am game'।

৫) হাঙ্কি-ডরি— মানে পরিস্থিতি ঠিকঠাক, শান্ত। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে অফিসে এখন হাওয়া কেমন? বলুন, 'Everything's hunky-dory at the office.'

৬) টশ— রাবিশ-এর প্রতিশব্দ টশ, তবে অনেকটা বেশি কথ্য এবং স্মার্ট। যেমন, 'Don't talk tosh.'

৭) স্ক্রামি— অত্যন্ত সুস্বাদ কোনও খাবার খেয়ে ইয়ামি না বলে বলতে পারেন স্ক্রামি।

৮) আন্ডার দ্য ওয়েদার— শরীর খারাপ করা। যেমন শরীর খারাপ লাগলে বলুন 'I'm a bit under the weather'।

৯) ইয়ারওয়র্ম— এমন কোনও সুর অথবা গান যা মাথার ভিতর গেঁথে রয়েছে, ভুলতে পারছেন না। যেমন, 'That new song is such an earworm!'

Source: (http://ca.jobsbd.com/?p=1181)
ReplyQuoteNotifyRemove