Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => Career Growth & Self Development => Topic started by: jihad on December 11, 2013, 09:48:04 AM

Title: Restore deleted files
Post by: jihad on December 11, 2013, 09:48:04 AM
ফিরিয়ে আনুন মুছে ফেলা ফাইল

কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল মুছে ফেলে অনেককেই বিপদে পড়তে হয়। জেনেশুনে কোনো ফাইল ডিলিট করে ফেলার পর হঠাৎ সেটির প্রয়োজন হতে পারে। মুছে ফেলা ফাইলটি যদি রিসাইকেল বিনে থাকে, তাহলে সেটিকে রিস্টোর করা যায় কিন্তু ফাইলটি যদি রিসাইকেল বিনে না থাকে, তাহলে তা ফিরে পেতে দরকার সফটওয়্যার। সাধারণভাবে ডেটা রিকভারি সফটওয়্যার নামে পরিচিত এই সফটওয়্যারগুলো ব্যবহার করে হার্ডডিস্ক থেকে সরাসরি মুছে ফেলা [Shift+del] ফাইল অথবা রিসাইকেল বিন থেকে মুছে যাওয়া ফাইলও ফেরত পাওয়া সম্ভব। এই সফটওয়্যারগুলো অনেক সময় ডেমো বা ট্রায়াল ভার্সন হয়ে থাকে, যা বাজারে সিডি আকারে পাওয়া যায়। ইন্টারনেটে যেসব সফটও য়্যার পাওয়া যায় তার অনেক ট্রায়াল বা ডেমো ভার্সন হলে ফুল ভার্সন ইন্টারনেট থেকে ফিন্স ডাউনলোড করা যায়। এমন কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো-

রিস্টোরেশন : এ সফটওয়্যারটি ব্যবহার করা তুলনামূলকভাবে অনেক সহজ। ইনস্টল না করেও এটি ব্যবহার করে রিসাইকেল বিন থেকে অথবা উইন্ডোজ থেকে সরাসরি মুছে ফেলা ফাইল ফিরে পেতে পারেন। এটি ওপেন করার পর ফেরত পাওয়ার মতো অবস্থায় আছে এমন সব ফাইল খুঁজতে পারেন অথবা নির্দিষ্ট কোনো নাম অথবা ফাইল এঙ্টেনশন ব্যবহার করে ফাইল খুঁজতে পারেন। এর অন্য একটি ফিচার হচ্ছে, এটি ব্যবহার করে রিকভার করার মতো অবস্থায় আছে এমন ফাইল খুঁজে বের করে সেগুলো এমনভাবে মুছে ফেলতে পারেন যাতে সেগুলো আর ডেটা রিকভারি সফটওয়্যারের সাহায্যেও ফেরত পাওয়া সম্ভব না হয়। অতি গোপনীয় কোনো ফাইল অন্যের হাতে পড়া থেকে বাঁচাতে এ ফিচারটি ব্যবহার করতে পারেন। তাই ডেটা রিকভারি সফটওয়্যার হিসেবে ব্যবহারের পাশাপাশি সিকিউরিটি ক্লিনআপ টুল হিসেবেও ব্যবহার করা যায়। ডাউনলোড http:// www.majorgeeks. com/ restoration_ d447 4.html

পিসি ইন্সপেক্টর ফাইল রিকভারি : এই সফটওয়্যারটি ফ্যাট ১২/১৬/৩২ এবং এনটিএফএস ফাইল সিস্টেমে কাজ করতে সক্ষম। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুছে ফেলা কোনো একটি ওয়ার্ড ডকুমেন্টকে এই সফটওয়্যারের সাহায্যে রিস্টোর করলে সেই ফাইলটি মুছে ফেলার আগের তারিখে, যে সময় এটি তৈরি করেছিলেন, তাই এর প্রোপার্টিজে দেখাবে। এটি দিয়ে মুছে ফেলার পর বিভিন্ন পর্যায়ে থাকা ফাইল রিস্টোর করা যায়, এমনকি হেডার এন্ট্রি মুছে যাওয়া ফাইলও। ফ্যাট ফাইল সিস্টেমে এটি নিজ থেকেই পার্টিশনগুলো খুঁজে নিতে পারে। ঠিকঠাক চলছে এমন একটা অপারেটিং সিস্টেমেই কেবল এটি ব্যবহার করা যাবে। যে ড্রাইভ থেকে ডেটা রিকভার করতে চান সেটিতে ইনস্টল না করে অন্য ড্রাইভে করতে হবে। সবচেয়ে ভালো হয় আলাদা একটা হার্ডডিস্কে ইনস্টল করলে। * ইনফোটেক ডেস্ক

Source: http://goo.gl/sILvDo