Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => Career Planning - Career Mapping,- Career Path Findings => Career Planning => Topic started by: jihad on December 09, 2013, 01:21:38 PM

Title: If you want to be a Graphics Designer
Post by: jihad on December 09, 2013, 01:21:38 PM
হতে চাইলে গ্রাফিক ডিজাইনার

(http://www.kalerkantho.com/assets/images/news_images/print/2013/12/09/18_28666.jpg)

নতুন নতুন ডিজাইন বা ভিজ্যুয়াল ইমেজ তৈরি করাই মূলত গ্রাফিক ডিজাইনারের কাজ। এর জন্য এখন ব্যবহার করা হয় কম্পিউটার সফটওয়্যার। বিজ্ঞাপন, পত্রিকা বা ম্যাগাজিনের লেআউট তৈরি, ভিডিও গেম ডিজাইনসহ অনেক ক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনার না হলে চলে না। ওয়েবসাইট তৈরির সময়ও ডাক পড়ে গ্রাফিক ডিজাইনারদের। কম্পানির লোগো এবং ওয়েব পেজের লেআউট তৈরির কাজ করেন তাঁরা।

যেসব সফটওয়্যার জানা দরকার

গ্রাফিক ডিজাইনার হতে হলে সৃজনশীল মেধার পাশাপাশি কম্পিউটার জানা দরকার। কারণ এখন সব ডিজাইন কম্পিউটারে করা হয়। এর জন্য কিছু কম্পিউটারে সফটওয়্যার খুব ভালোভাবে জানতে হয়। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইমেজ রেডি, কোয়ার্ক এক্সপ্রেস, থ্রিডি ম্যাক্স, অ্যাডোবি আফটার ইফেক্টস- এসব সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন বা ভিজ্যুয়াল ইমেজ তৈরি করা হয়। গ্রাফিক ডিজাইনার হতে চাইলে এসব বিষয়ে ভালো দখল থাকতে হবে।

প্রশিক্ষণ

গ্রাফিক ডিজাইনের ওপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স কোর্স চালু আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইউডার চারুকলা ইনস্টিটিউট ও শান্ত মারিয়ম ক্রিয়েটিভ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, গ্রিন ইউনিভার্সিটি, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন টেকনোলজি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট- এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনে অনার্স করা যায়। স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স করেও গ্রাফিক ডিজাইন শেখা যায়। ৬ থেকে ১২ মাস পর্যন্ত বিভিন্ন ধরনের শর্ট, অ্যাডভান্স কোর্স এবং ডিপ্লোমা করা যায় অনেক প্রতিষ্ঠানে।

আয়

একজন গ্রাফিক ডিজাইনারের বেতন ১০ থেকে শুরু করে ৬০ হাজার টাকার ওপরে হয়ে থাকে। এখন ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে অতিরিক্ত আয় করতে পারেন।

Source: http://goo.gl/JIiA5K