Skill Jobs Forum

Business World & Useful Network => Business Discipline => Topic started by: jihad on December 04, 2013, 10:17:44 AM

Title: Women at work are unpleasant to a colleague?
Post by: jihad on December 04, 2013, 10:17:44 AM
কর্মক্ষেত্রে নারী সহকর্মীর কাছে অপ্রিয় হচ্ছেন?

(http://www.kalerkantho.com/assets/images/news_images/2013/12/02/image_26763.female%20collegues.jpeg)

'আমাদের অফিসে একটি মিটিং নির্ধারিত ছিল। বলা হয়েছিল মিটিংয়ে ড্রেস কোড হবে কর্পোরেট পোশাক। আমি বেছে নিলাম একটি স্কার্ট এবং ম্যাচিং টপ। যেই অফিসে ঢুকেছি সবাই তাকিয়ে থাকতে লাগলো। আমি বিব্রত বোধ করছিলাম। কেউ কেউ বলতে লাগলো আমাকে খুব হট দেখাচ্ছে। অনেকে বললেন আমাকে সুন্দর লাগছে। তবে আমার পোশাকের প্রতি কারো কারো নজরের জন্য খুব অস্বস্তি লাগছিল।' নাম প্রকাশে অনিচ্ছুক কারিগরি পেশার এক তরুণী কথাগুলো বলছিলেন।

কোনো সহকর্মীকে 'নাইস' বলা আর 'হট' বলার মধ্যে পার্থক্য রয়েছে। প্রশংসা করতে গিয়ে 'নাইস' বলা গ্রহণযোগ্য তবে 'হট' বলাটা আপত্তিকর। বেশিরভাগ পুরুষ খেয়াল করে না, কোনো নারীকে কিছু বলার ক্ষেত্রে সুক্ষ্ম আদবকেতা (এটিকেট) মানা উচিত। কাউকে মন্তব্য করার ক্ষেত্রে 'যৌননিপীড়ন' ও ইঙ্গিতপূর্ণ কথার একটি সীমানা রয়েছে।

ইমেজ কন্সালট্যান্ট সিনথিয়া সিএইচ জানান, 'অধিকাংশ পুরুষ সচেতন থাকে না যে নারী সহকর্মীকে কোন কথাটি আপত্তিকর বা যৌনতার ইঙ্গিতপূর্ণ বা আদৌ গ্রহণযোগ্য নয়। আমরা যখন 'কর্পোরেট এটিকেট ওয়ার্কশপ' পরিচালনা করি, এসব বিষয় নিয়ে ঝামেলা হয়ে যায়। পোশাক বিষয়ে কথা বলা সহজ। তবে সহকর্মীদের সঙ্গে কথা বলা, বিশেষ করে যৌন হয়রানি বিষয়ে সচেতনতা তৈরি সহজ নয়। কারণ অধিকাংশ পুরুষ দীর্ঘদিনের বদ্ধ চিন্তা নিয়ে বড় হয়েছে যে তারা ভালই জানে কোনটা বলা যায় বা কী করা যায়।

সিনথিয়া বলেন, 'কোনো নারীকে প্রশংসা করতে চাইলে সূক্ষ্ম বিনয়ের সঙ্গে বলা যেতে পারে 'আপনাকে দারুণ লাগছে' বা 'আপনাকে অসাধারণ দেখাচ্ছে'। 'আপনাকে সেক্সি দেখাচ্ছে' বা 'আপনাকে হট লাগছে' বলা যাবে না। কোন শব্দ প্রয়োগ করা যাবে তা নির্ভর করে শেয়ারিং সম্পর্কের সমীকরণের উপর। অনেক সময় ঘনিষ্ঠতার কারণে কেউ কেউ আপত্তি বোধ না-ও করতে পারে। আবার অনেকে বিব্রত হতে পারে'।

আপত্তিকর
-সেক্সি, হট, অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে মন্তব্য করা।
-কোনো অশ্লীল বা (খিস্তি) শব্দ ব্যবহার।
-কোনো নারীকে আগের দিন বিকেল বা রাতটা কেমন কাটলো এবং কী করেছিল সে তা জানতে চাওয়া।
-নারীদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে অন্য সহকর্মী নারীকে নিয়ে কথা বলা
-পলকহীন তাকিয়ে থাকবেন না।
-কোনো অবস্থাতেই নারী সহকর্মীকে জড়িয়ে ধরা বা স্পর্শ করা যাবে না।
-হাত মেলাতে গিয়ে খুব জোরে চাপ দেওয়া যাবে না বা দুই হাত ব্যবহার করা যাবে না।
-নারীর পোশাক নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।

গ্রহণযোগ্য
-দারুণ, অসাধারণ, স্মার্ট, সবদিক দিয়ে মানিয়েছে- এসব শব্দ ব্যবহার করে প্রশংসা করা।
-আলাপচারিতা সাধারণ বিষয়ে সীমাবদ্ধ রাখা। ব্যক্তিগত বা দৈহিক বিষয় নিয়ে  কথা না বলা।
-আন্তরিক হ্যান্ডশেক চলতে পারে।
-বড় জোর বলা যেতে পারে, কেমন দিল-কাল চলছে।
-নারীর মুখের দিকে তাকিয়ে বলা যেতে পারে, 'আপনাকে দারুণ লাগছে'।


Source: http://goo.gl/q4isGe