Skill Jobs Forum

News Portal Career Article => Business Forum => Topic started by: Mehedi hasan on September 27, 2018, 01:58:07 PM

Title: সেরা রফতানিকারক ওয়ালটন
Post by: Mehedi hasan on September 27, 2018, 01:58:07 PM
(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/09/26/142154_bangladesh_pratidin_walton_BDP.jpg)

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এর কাছ থেকে সেরা রফতানিকারকের পুরস্কার পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রযুক্তি পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস, রফতানি ও বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার উদ্যোগসহ সর্বোপরি দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন পেল 'এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড'।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'অষ্টম এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে ওয়ালটনসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে সেরা রফতানিকারকের পুরস্কার দেয়া হয়। আমদানি-বিকল্প শিল্পে অসামান্য অবদান ক্যাটাগরিতে এই পুরস্কার জিতে নেয় দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তার কাছ থেকে সেরা রফতানিকারকের পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান এসএম শামসুল আলম।

source : বিডি প্রতিদিন