(http://www.kalerkantho.com/assets/news_images/2018/08/15/103007blue-light-blindness-index.jpg)
স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো চোখের বিভিন্ন সমস্যার পাশাপাশি অন্ধত্ব ত্বরান্বিত করতে পারে। জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের দাবি, ডিভাইস থেকে বেরোনো নীল আলো চোখের আলো সহনশীল ছোট কোষের ক্ষতি করতে পারে, যা পরবর্তী সময়ে চোখের ম্যাকুলার ক্ষতিগ্রস্ত করে। আর এই ম্যাকুলারের ত্রুটির কারণে মানুষের চোখে থাকা আলোক সংবেদনশীল সেলগুলো নষ্ট হয়ে যায়। এই ত্রুটির ফলে পুরোপুরি অন্ধ না হলেও সাধারণ কাজ করতে সমস্যা হয়।
তাই ডিভাইসের স্ক্রিনের নীল আলো থেকে চোখ রক্ষার জন্য সানগ্লাস পরার পাশাপাশি অন্ধকারে ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট