(http://www.ittefaq.com.bd/assets/images/news_images/2018/07/16/1531750771.jpg)
রোলস রয়েস উড়ন্ত ট্যাক্সি বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এটি ইলেকট্রিক মোটরযুক্ত। ভারটিক্যাল টেক অফ ও ল্যান্ডিং পদ্ধতিতে পরিচালিত হবে। কোম্পানিটি বলছে ব্যক্তিগত পরিবহণে ব্যবহার করা যাবে এ ট্যাক্সিটি।
রোলস রয়েস কর্তৃপক্ষ, 'ট্যাক্সিটি ৪ থেকে ৫ জন যাত্রী তুলতে সক্ষম।একটি এম ২৫০ গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করে কম শব্দে বিদ্যুৎ ব্যবহার করে চলতে পারবে এটি। পাশাপাশি ব্যাটারির মাধ্যমে চার্জ দেওয়ার ব্যাবস্থা আছে। এটি প্রতি ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিতে ৫০০ মাইল পর্যন্ত যেতে সক্ষম। হোলিপোর্ট এবং রানওয়ের মতো দুই ধরনের অবকাঠামোই ব্যবহার করতে সক্ষম'।
ধারণাটি ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
Source:- Ittefaq