Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on July 04, 2018, 02:51:08 PM

Title: দুর্নীতিমুক্ত ক্রিকেটের জন্য আইসিসির অ্যাপ
Post by: Noor E Alam on July 04, 2018, 02:51:08 PM
(https://www.jugantor.com/assets/news_photos/2018/07/02/image-65333-1530479768.jpg)

ক্রিকেটারদের দুর্নীতি থেকে দূরে রাখতে বিশেষ একটি অ্যাপ তৈরি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতি বা ডোপিং নিয়ে যে কোনো সমস্যা বা তথ্য জানতে ক্রিকেটাররা অ্যাপটির সহায়তা নিতে পারবেন। প্রতিটি ফরম্যাটের খেলোয়াড়, কোচ, ফিজিও, কর্মকর্তা ও খেলা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে অ্যাপটি। কোনো জুয়াড়ির কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেলে বা মাদক নেয়ার বিষয়ে কারও প্রতি সন্দেহ দেখা দিলে অ্যাপটির মাধ্যমে আইসিসির কাছে রিপোর্ট করা যাবে। বছরের শুরুতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে অ্যাপটি পরীক্ষামূলকভাবে উন্মেচন করা হয়। ধীরে ধীরে এতে ফিচার, ভিডিও, কনটেন্ট ও ছবি আপলোডের সুবিধা যুক্ত করা হবে। আইসিসির চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, অ্যাপটি তাদের উদ্দেশ্য পূরণে বেশ সহায়ক হবে। সবাইকে একসঙ্গে প্রাথমিক বিষয়গুলো নিয়ে ধারণা দেয়া, ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরিতে অ্যাপটি সহায়তা করবে। ভারতের সাবেক খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের মতে, অ্যাপটির ব্যবহার ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখবে। তাই সব খেলোয়াড়কে অ্যাপটি ডাউনলোড করে বিভিন্ন তথ্য জেনে নেয়ার অনুরোধ জানান তিনি।

Source:- Nayadiganta