Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on June 09, 2018, 02:40:59 PM

Title: আইফোনের ক্যামেরা প্রযুক্তি আরও উন্নত করছে অ্যাপল
Post by: Noor E Alam on June 09, 2018, 02:40:59 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/640x359x1/uploads/media/2018/06/08/77a93a982ff492625919f06fe7a7ec7a-5b1a3ffd721fc.jpg?jadewits_media_id=1287751)

প্রতিবছর নতুন আইফোন বাজারে আসে আর তাতে ক্যামেরা প্রযুক্তির উন্নতি হয়, এটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার ক্যামেরা প্রযুক্তিতে আরও উন্নতি করেছে অ্যাপল। তাদের পরবর্তী আইফোনে এমন ক্যামেরা প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, যা রীতিমতো ডিএসএলআর ক্যামেরাকেও হারিয়ে দেবে। অ্যাপল সম্প্রতি এমন একটি ক্যামেরা প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে, যাতে নতুন ধরনের ফ্ল্যাশ মডিউল যুক্ত থাকছে। এটি ঠিক ডিএসএলআরের মতোই কাজ করবে। ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেটেন্ট আবেদন অনুযায়ী, ফ্ল্যাশলাইট মডিউলটিকে বলা হবে ডুয়াল লেন্স ক্যামেরা ফোকাসিং লাইটিং মডিউল। এটি এলইডি ফ্ল্যাশের দিক পরিবর্তনে ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যবহারকারী চাইলে ফ্ল্যাশ কমবেশি করতে বা ফ্ল্যাশলাইটের বিম পরিবর্তন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ওই পেটেন্ট আবেদনটি করা হয়। নতুন প্রযুক্তি কবে নাগাদ আইফোনে যুক্ত হবে, এ বিষয়ে অ্যাপল কোনো তথ্য জানায়নি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, পরবর্তী আইফোনে নতুন ক্যামেরা প্রযুক্তি আনতে পারে অ্যাপল।

ভবিষ্যতের আইফোন ও আইপ্যাডগুলোতে আরও শক্তিশালী কাচ ব্যবহার করা হতে পারে বলেও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত এপ্রিল মাসে 'টার্বুলার গ্লাস কনস্ট্রাকটেড আইফোন' নামে একটি পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। সে সূত্র ধরেই আরও শক্তিশালী গ্লাসের কথা বলা হচ্ছে।

Source:- http://www.prothomalo.com/technology/article/1505556/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B2