(https://www.jugantor.com/assets/news_photos/2018/05/27/image-53048-1527396652.jpg)
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিজ কক্ষপথে পৌঁছানোর পর তার ইন অরবিট টেস্ট (আইওটি) শুরু হয়েছে। নিয়মানুসারে প্রায় তিন সপ্তাহ সময় ধরে এ টেস্ট করা হবে।
যার ভিত্তিতেই বলা যাবে স্যাটেলাইটি বাণিজ্যিক সেবা দেয়ার জন্য ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আর এ টেস্ট সফলভাবে চলছে বলে জানা গেছে। বলছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্প সংশ্লিষ্টরা।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্প পরিচালক মো. মেসবাহউজ্জামান বলেন, এখন পর্যন্ত যা খবর তাতে সবই পরিকল্পনা মতো চলছে। আইওটি হওয়ার পরেই গাজীপুর গ্রাউন্ড স্টেশনে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ আসবে।
তার আগ পর্যন্ত এটি থ্যালাসের অন্য তিন গ্রাউন্ড স্টেশন দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ন্ত্রিত হবে, বলেন মেসবাহউজ্জামান। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্কেসের স্যাটেলাইট ইঞ্জিনিয়াররা বাংলাদেশে এসে গাজীপুর এবং রাঙ্গামাটির গ্রাউন্ড স্টেশনে ইন অরবিট সংক্রান্ত কাজগুলো শুরু করেছে।
সব কিছু আগের পরিকল্পনায় এগুচ্ছে বলেও তারা জানিয়েছেন বলে জানান মেসবাহ। এদিকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন এবং আইওটির পরেই তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাফল্যের খরব বাণিজ্যিক স্যাটেলাইট বাজারে নিয়ে হাজির হবেন।
সংশ্লিষ্টরা জানান, সব কিছু শেষ করে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা পেতে সব মিলে তিন মাসের মতো সময় লাগবে। তবে এর মধ্যে তাদের বাণিজ্যিক প্রস্তুতি চূড়ান্ত করে রাখা হবে।
উল্লেখ্য, ১১ মে, শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম স্যাটেলাইট। মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ১১৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
মানচিত্র অনুযায়ী ইন্দোনেশিয়ার পালু ও বোনটাংয়ের মধ্যবর্তী মাকাসার প্রণালির ওপর জিওস্টেশনারি কক্ষপথে ঘোরাফেরা করছে স্যাটেলাইটটি। এটি ২০১৩ সালে রাশিয়ান কোম্পানি স্কুটনিকের কাছ থেকে ভাড়া নেয়া অরবিটল স্লটে অবস্থান করবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। এর মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ড ও ১৪টি সি-ব্যান্ডের। ওই ট্রান্সপন্ডারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ।
এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যাটেলাইট দিয়ে সেবা দেয়া সম্ভব হবে না।
Source:- https://www.jugantor.com/todays-paper/it-world/53048/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%87%E0%A6%93%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F