Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on June 05, 2018, 03:46:02 PM

Title: উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রমের জন্য চার কোটি টাকার অনুদান
Post by: Noor E Alam on June 05, 2018, 03:46:02 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/640x359x1/uploads/media/2018/06/04/d5b8c539e40f8eb76ee3a1452d9b6288-5b14bef8b17d7.jpg)

বিভিন্ন উদ্ভাবন ও প্রকল্পে ২০১৭-১৮ অর্থবছরে ৮১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট চার কোটি এক লাখ ৯৪ হাজার টাকা বিশেষ অনুদান দিয়েছে সরকার। অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা তথ্যপ্রযুক্তি খাতে তাঁদের গবেষণা ও উদ্ভাবনীমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়ন করবেন বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রম সমূহের ফলাফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টি' সংক্রান্ত দিনব্যাপী সেমিনারে এ তথ্য জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের জন্য ২০১৩-১৪ হতে ২০১৭-১৮ অর্থবছরে ২২৫টি প্রকল্পে মোট ১৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা অনুদান দিয়েছে সরকার।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, 'বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্বীকৃত। জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে বর্তমান সরকার উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সংশ্লিষ্ট পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত হবে।'

মন্ত্রী বলেন, 'আগামী প্রজন্মই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সকলের দায়িত্ব। বর্তমান সরকার কর্তৃক গবেষণার জন্য বৃত্তি ও উদ্ভাবনী তহবিল গঠন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণা ও উদ্ভাবনীমূলক বিভিন্ন নতুন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন।'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।


Source:- http://www.prothomalo.com/technology/article/1502441/%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF