Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on June 03, 2018, 11:32:12 AM

Title: রাইড শেয়ারিং সেবা দিতে ঢাকায় যাত্রা করছে রাইডহোস্ট বাংলাদেশ
Post by: Noor E Alam on June 03, 2018, 11:32:12 AM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/320x179x1/uploads/media/2018/05/30/892446fd47f97929beae27a1b67b1bed-5b0e73798c270.jpg)

রাইড শেয়ারিং সেবা দিতে ঢাকায় যাত্রা শুরু করছে রাইডহোস্ট শেয়ার রাইডিং। যেকোনো স্মার্টফোনে রাইডহোস্ট অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় বাহনসেবা পাওয়া যাবে। রাইডহোস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি সেবা নিয়ে তারা যাত্রা করতে যাচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করা হবে। এতে বাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস সেবা পাওয়া যাবে। অন্য সেবাগুলোর তুলনায় সাশ্রয়ী খরচে সেবা পাবেন গ্রাহকেরা।

রাইডহোস্টের প্রধান নির্বাহী অথৈ জয় শরীফ বলেন, 'রাইডহোস্ট কানাডীয় একটি শেয়ার রাইডিং সার্ভিস প্রতিষ্ঠান। বাংলাদেশে এর দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে। বেশ সুনামের সঙ্গে রাইডহোস্ট কানাডার রাস্তায় চলছে। ঢাকার রাস্তাতেও নিরাপদ যাত্রীসেবার মাধ্যমে রাইডহোস্ট শেয়ার রাইডিং এক নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।


Source:- http://www.prothomalo.com/technology/article/1499301/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1-%E0%A6%B6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F