Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 26, 2018, 11:33:53 AM

Title: এবার সেলফি তুলবে ড্রোন!
Post by: Noor E Alam on May 26, 2018, 11:33:53 AM
(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/05/17/051702_bangladesh_pratidin_16.jpg)

সেলফিপ্রিয়দের জন্য কাঙ্ক্ষিত ডিভাইস হতে পারে এয়ারসেলফি। প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠা এনেছে এয়ারসেলফির দ্বিতীয় সংস্করণ এয়ারসেলফি ২। ডিভাইসটি স্বল্প দূরত্বে উড়িয়ে ভ্রমণকালীন সেলফি অনায়াসে নেওয়া যায়।

এই সেলফি ড্রোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ জিবি মাইক্রো এসডি কার্ড। ডিভাইসটি ৮৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে কিংবা ভিডিও করতে সক্ষম। এটি ৬৫ ফুট উঁচু পর্যন্ত সচল থাকে।

নির্মাতারা জানান, ডিভাইসটির প্রথম সংস্করণ থেকে সব ধরনের ফিচারেই উন্নত হয়েছে। সহজেই ডিভাইসটি মুঠোবন্দি করা যায়। এজন্য বহন করাটাও আরামদায়ক। ওজনও কম।

ডিভাইসটির প্রথম সংস্করণে ছিল মাত্র ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪ জিবি র‌্যাম। নির্মাতারা আশা করছেন, নতুন সংস্করণটিতে ক্যামেরা আর মেমোরির দুর্বলতা কাটিয়ে উঠে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে সেলফিএয়ার ২।

ডিভাইসটির দাম ২০০ ডলার।


Source:- http://www.bd-pratidin.com/tech-world/2018/05/17/330854