Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 26, 2018, 11:20:42 AM

Title: প্রযুক্তিবিশ্ব সম্পর্কে বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী
Post by: Noor E Alam on May 26, 2018, 11:20:42 AM
(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/05/20/041017_bangladesh_pratidin_bds.jpg)


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। প্রযুক্তির এ ছোঁয়া লাগছে সব সেক্টরেই। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি বিশ্ব যেন লাফে লাফে এগিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ হাতে পাচ্ছে নিত্যনতুন আধুনিক সব ডিভাইস। তবে ভবিষ্যতে প্রযুক্তির রূপ কেমন হবে তা নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে  সবকিছুতেই প্রযুক্তির প্রাধান্য চোখে পড়বে বলে ভবিষ্যৎবাণী করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে নিচে তেমনই ৭টি ভবিষ্যৎবাণী নিচে আলোচনা করা হলো :

১. ডিজিটাল মিডিয়াকে মানুষ গ্রহণ করছে আরো বেশি করে। অন্যান্য সবকিছু ডুবতে বসেছে।

২. ভিডিও, গান এবং ডিজিটাল প্রিন্ট-এ সাবস্ক্রিপশন বৃদ্ধি পাচ্ছে অতি দ্রুত হারে।

৩. স্থানীয় ডিজিটাল অ্যাডভার্টাইজিং বাড়তে থাকে নিরবচ্ছিন্নভাবে।

৪. বিজ্ঞাপন ব্লক করা নিয়ে বর্তমান সমস্যা এমনিতেই দূর হবে।

৫. ভবিষ্যত প্রযুক্তি দুনিয়ায় স্মার্ট গ্লাস, স্মার্ট কার বা ভার্চুয়াল রিয়েলিটি খুব বড় অংশ দখল করতে পারবে না।

৬. টেলিভিশন নেটওয়ার্কগুলো শিগগিরই সংবাদপত্র নিয়ে যন্ত্রণায় পড়বে।

৭. এ খাতে ক্ষমতা এবং সম্পদের পরিমাণ এত বাড়বে, যা আগে কখনো হয়নি। সূত্র : বিজনেস ইনসাইডার।


Source:- http://www.bd-pratidin.com/tech-world/2018/05/20/331546