Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 26, 2018, 10:43:40 AM

Title: ইনস্টাগ্রামে 'রিশেয়ার' অপশন চালু
Post by: Noor E Alam on May 26, 2018, 10:43:40 AM
(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/05/22/124652_bangladesh_pratidin_bpdp-instak.jpg)

ছবি ও ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্ট রিশেয়ার করার ফিচার চালু করেছে।

যেমন ডিসকভারির কোনো ছবি পছন্দ হলে তাতে নিজের মন্তব্য লিখে শেয়ার করা যাবে। চাইলে বন্ধুদেরকেও এতে ট্যাগ করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্ট ছাড়া কোনো পোস্ট রিশেয়ার করা যাবে না। আর কোনো ব্যবহারকারী যদি তার পোস্টের রিশেয়ার অপশন বন্ধ রাখতে চান তাহলে তাকে সেটিংসে গিয়ে তা বন্ধ করতে করতে হবে।

ইনস্টাগ্রাম ফিডে কোনো স্টোরি শেয়ার করতে চাইলে ডাইরেক্ট ম্যাসেজিং অপশনে যেতে হবে। সেখানে স্টোরি তৈরির জন্য নতুন অপশন দেখা যাবে, যাতে লেখা 'থাকবে ক্রিয়েট এ নিউ স্টোরি উইথ দিস পোস্ট'। এতে ট্যাপ করলে যে পোস্টটি ব্যাকগ্রাউন্ডসহ স্টিকার আকারে প্রদর্শিত হবে। পোস্টটি শেয়ার করা হলে এতে আসল ছবিদাতার নাম দেখা যাবে। এতে অরিজিনাল পোস্টটি দেখার জন্য ট্যাপ করা যাবে। ফিচারটি এখনো সব ব্যবহারকারীর ফোনে পৌঁছায়নি। তবে অচিরেই সবার ফোনে এটি পৌঁছে যাবে।

Source:- http://www.bd-pratidin.com/tech-world/2018/05/22/332111