Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 26, 2018, 10:04:48 AM

Title: সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডসবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড
Post by: Noor E Alam on May 26, 2018, 10:04:48 AM
(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/05/25/121709_bangladesh_pratidin_12.jpg)


ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি ৬ কোটিরও বেশি পাসওয়ার্ড নিয়ে সমীক্ষা চালিয়েছে। এতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রযুক্তি জগতে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন গবেষকরা। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার মতে, সবচেয়ে বেশি যে পাসওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করেছে, তার মধ্যে রয়েছে-

১. 'qwerty' বা '12345'-এর মতো পরপর লেখা সংখ্যা বা অক্ষর।

২. 'iloveyou' বা 'ihateyou' জাতীয় পরিচিত ছোট বাক্য।

৩. বহু ব্যবহৃত স্ল্যাং।

৪. কোকাকোলা, প্লেবয়, লিংকডইন-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম।

৫. বিখ্যাত সিনেমা বা প্রিয় ফুটবল ক্লাবের নামও অনেকে ব্যবহার করেছেন।

অধিকাংশ মানুষেরই এখন এত সংখ্যক অ্যাকাউন্ট এবং আলাদা আলাদা পাসওয়ার্ড, তা মনে রাখা সত্যিই কঠিন। তাই বলে এত সহজে অনুমান করার মতো পাসওয়ার্ড রাখাও এক ভয়াবহ প্রবণতা বলেই প্রযুক্তিবিদদের মত।


Source:- http://www.bd-pratidin.com/tech-world/2018/05/25/332855