Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 26, 2018, 09:55:05 AM

Title: ঈদের ছুটিতে সারা দিনের জন্য উবার ভাড়া পাওয়া যাবে
Post by: Noor E Alam on May 26, 2018, 09:55:05 AM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/320x167x1/uploads/media/2017/01/20/606e70eb56f065eb2b7a31bcf5c6ce71-titled-1.jpg)

রাজধানীতে ঈদের ছুটির সময় সারা দিন ঘুরে বেড়ানোর সুযোগ দেবে উবার হায়ার। সারা দিনের জন্য উবার হায়ার দিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া যাবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উবার জানায়, অ্যাপে নির্দিষ্ট স্থানগুলো নির্দেশ করে দিলে উবার সারা দিনের জন্য যাত্রী নিয়ে ঘুরে বেড়াবে।

যানজটের ঢাকা ঈদের ছুটিতে অচেনা হয়ে যায়। এ সময়ে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়ানো যাবে উবার হায়ার নিয়ে।


এ বছরের ফেব্রুয়ারিতে রাইড শেয়ারিং অ্যাপ উবার তাদের নতুন সেবা উবার হায়ার চালু করে। ঢাকা ছাড়াও চট্টগ্রামে উবারের সেবা পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশের বাইরেও ফোনে থাকা উবারের অ্যাপটি দিয়েই সেবা পাওয়া যাবে।


Source:- http://www.prothomalo.com/technology/article/1495426/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87