Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 04:17:21 PM

Title: বঙ্গবন্ধু স্যাটেলাইটের তথ্য জানাবে বেসিসের অ্যাপ
Post by: Noor E Alam on May 24, 2018, 04:17:21 PM
(http://www.ittefaq.com.bd/assets/images/news_images/2018/05/14/1526307340.jpg)

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে ডিজিটাল বাংলাদেশের জয়যাত্রা শুরু হল। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সুদূরপ্রসারি ও যুগান্তকারী এ পদক্ষেপের মাহেন্দ্রক্ষণে উদ্বোধন হলো বেসিস বিবি স্যাট-১ অ্যাপ।

এ অ্যাপ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদ্যোপান্ত, অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক তুলে ধরবে। আজ বেসিসের পৃষ্ঠপোষকতায় তৈরি বেসিস বিবি স্যাট-১ অ্যাপের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বলেন, বেসিস বিবি স্যাট-১ অ্যাপের উদ্বোধন ডিজিটাল তথ্যপ্রবাহ ধারাকে আরো বেগবান করলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ বাংলাদেশের জন্যে ঐতিহাসিক ঘটনা। এ অ্যাপ সম্পর্কে জানতে অনেকেই কৌতূহলি। বেসিস বিবি স্যাট-১ অ্যাপ আগ্রহের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে। অ্যাপটি তৈরির জন্যে বেসিসকে ধন্যবাদ জানান মাননীয় মন্ত্রী।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, অ্যাপ প্রস্তুতকারি বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক- দিদারুল আলম।

অ্যাপ্লিকেশন এখানে পাওয়া যাচ্ছে। এটি কয়েক দিনের মধ্যে গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে।

Source:- http://www.ittefaq.com.bd/science-and-tech/2018/05/14/157095.html