Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 03:13:35 PM

Title: ইউনিভিউয়ের নতুন আইপি ক্যামেরা
Post by: Noor E Alam on May 24, 2018, 03:13:35 PM
(http://www.ittefaq.com.bd/assets/images/news_images/2018/05/20/1526816703.jpg)

কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে ইউনিভিউ ব্র্যান্ডের আইপিভিত্তিক ক্লোজসার্কিট ক্যামেরা পি.ও. ইকিট। বাসা-বাড়ি অথবা ছোট ও মাঝারী আকৃতির দোকান, ব্যাবসার ভিডিও নজরদারির ক্ষেত্রে এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

এনভিআরটি ৪টি স্বাধীন পি.ও.ই নেটওয়ার্কের সঙ্গে প্লাগ ও প্লে'র ভিত্তিতে সংযুক্ত হতে পারবে। এটি ১-চ্যানেলের এইচডিএমআই ও ১-চ্যানেলের ভিজিএ'র মাধ্যমে সর্বোচ্চ ১০৮০পি ভিডিও আউটপুট দিতে সক্ষম। এটি সর্বোচ্চ ৮ টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার ১টি হার্ডডিস্ক সমর্থন করে।

কিটের অন্তর্ভুক্ত মডেলের ক্যামেরাটির লেন্স ৪ মিলিমিটার যা সর্বোচ্চ ২ মেগাপিক্সেল (১০৮০পি) রেজুল্যুশনের ভিডিও রেকর্ড করতে পারে। এতে স্থাপিত স্মার্ট আইআর-এর দুরত্ব ৩০ মিটার বা ৯৮ ফুট। ক্যামেরাটি আইপি ৬৬ এনক্লোজারের। যা ধুলাবালি ও পানি রোধক। এটি ১২ ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই সমর্থন করে। ক্যামেরাটির মূল্যঃ ১৯,৫০০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি

Source:- http://www.ittefaq.com.bd/science-and-tech/2018/05/20/157729.html