Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 03:12:16 PM

Title: পাঠাওয়ের সঙ্গে যুক্ত হলো তমা ট্যাক্সি
Post by: Noor E Alam on May 24, 2018, 03:12:16 PM
(http://www.ittefaq.com.bd/assets/images/news_images/2018/05/23/1527072355.jpg)

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তমা ট্যক্সি। এই চুক্তির ফলে একটি প্লাটফর্মে গাড়ির সেবা প্রদান আরো বৃদ্ধি পাবে।

পাঠাওয়ের ভাইস-পেসিডেন্ট কিশোয়ার হাসিমি এবং তমা ট্যাক্সির হেড অব অপারেশন সিফাত মোহাম্মদ জুনায়েদ সম্প্রতি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

পাঠাওয়ের পরিচালক (কাস্টমার এক্সপেরিয়েন্স) আলউইন রাজিভ, সিনিয়র ম্যানেজার (ইমপ্যাক্ট ফাইনান্সিং) রুজান সারওয়ার, জুনিয়র ভিপি (প্রডাক্ট) আহমেদ ফাহাদ, ম্যানেজার (ডাইরেক্ট অ্যাকুজিসন) আহমেদ আসিফ এবং ম্যানেজার (অপারেশনস) মাহফুজুল আমিন শেখসহ ঊর্ধ্বতন কমকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Source:- http://www.ittefaq.com.bd/science-and-tech/2018/05/23/158052.html