Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 12:15:29 PM

Title: বিশ্বকে তাক লাগিয়ে তৈরি হল সিরামিকের গাড়ি (ভিডিও)
Post by: Noor E Alam on May 24, 2018, 12:15:29 PM
(https://www.jugantor.com/assets/news_photos/2018/05/20/image-50825-1526835350.jpg)

গাড়ি নিয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নানা প্রতিযোগিতা দেখা যায়। বিশ্বের নামিদামি অনেক কম্পানি বিভিন্ন গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেন।

কিন্তু সিরামিক দিয়ে গাড়ি তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাটি ভেরন।



অত্যন্ত শক্তিশালী ও মূল্যবান গাড়িটির নাম দেয়া হয়েছে ল'র ব্ল্যাংক (L'Or Blanc)। ল'র ব্ল্যাংক এর অর্থ সাদা স্বর্ণ। এটি তৈরি করা হয়েছে পর্সিলিন দিয়ে।

গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৪ মিলিয়ন ডলার বা প্রায় ২০ কোটি টাকা।

নিতুন এ গাড়িটি এতই শক্তিশালী যে, মাত্র ২ দশমিক ৪ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল গতিবেগে পৌঁছতে পারে। ঘন্টায় ২৫৫ মাইল বেগে ছুটতে পারে এটি।

বুগাটি ভেরন গাড়ি সারা বিশ্বে তৈরি হয়েছে মাত্র ৪৫০টি। কিন্তু জার্মানির একটি পর্সিলিন কম্পানির সহযোগিতায় এবার এ গাড়িটি তৈরি করা হয়েছে পর্সিলিন দিয়ে।

এবার আগের মডেলগুলোর তুলনায় ভিন্নভাবে পোর্সেলিনের বডিযুক্ত একটি গাড়ি বানিয়েছে বুগাটি ভেরন।

Youtube Link:- https://www.youtube.com/watch?v=qYD3eWVppYk


Source:- https://www.jugantor.com/tech/50825/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-(%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93)