Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 11:33:12 AM

Title: থ্রিডি ভিডিও কল সুবিধা আনছে অপো
Post by: Noor E Alam on May 24, 2018, 11:33:12 AM
(http://samakal.com/uploads/2018/05/online/photos/oppo-5affb10f0e34d.jpg)
মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো এবার গ্রাহকদের জন্য আনতে যাচ্ছে থ্রিডি কল সুবিধা।

সম্প্রতি অপো গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, তারা থ্রিডি স্ট্রাকচারড লাইট টেকনোলজি ব্যবহার করে ফাইভজি ভিডিও কল সেবা প্রদান করবে। সে লক্ষ্যে একটি পরীক্ষাও চালানো হয়েছে। যেখানে দেখা যায়, ফাইভ-জি এনআর টার্মিনাল প্রোটোটাইপের থ্রিডি ক্যামেরার পোর্ট্রেট ইনফরমেশন থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে রিমোট রিসিভারে থ্রিডি ভিডিও চিত্রায়িত হয়।

এই থ্রিডি স্ট্রাকচারড লাইটে পরীক্ষা করতে অপো আর১১ মডেলের হ্যান্ডসেটটি ব্যবহৃত হয়। এই ফোনে রয়েছে ইন্টিগ্রেটেড স্ট্রাকচারড লাইট ক্যামেরা।

এই ভিডিও কলে ইন্টিগ্রেটেড স্ট্রাকচারড লাইট ক্যামেরার মাধ্যমে থ্রিডি লাইট গ্রহণে সক্ষম হয়। ফাইভ-জি ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে রিসিভার প্রান্তে সফলভাবে থ্রিডি অবজেক্ট প্রদর্শিত হয়।

অপো রিসার্চ ইনস্টিটিউটের হার্ডওয়্যার রিসার্চ সেন্টারের পরিচালক বাই জিয়ান বলেন, অপো আনুমানিক ৬ মাসের মধ্যে স্মার্টফোনে এই থ্রিডি স্ট্রাকচারড লাইট টেকনোলজি প্রয়োগকে বাণিজ্যিকীকরণ করবে।

Source:- http://samakal.com/technology/article/18051104/%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%8B