(http://www.alokitobangladesh.com/uploads/news/developer.jpg)
মাইক্রোসফট করপোরেশনের বার্ষিক ডেভেলপার সম্মেলন মাইক্রোসফট বিল্ড ২০১৮-এ মাইক্রোসফট নেতারা নতুন সব প্রযুক্তির প্রদর্শন করেছেন। এসব প্রযুক্তি প্রত্যেক ডেভেলপারকে মাইক্রোসফট অ্যাজুর ও মাইক্রোসফট ৩৬৫সহ অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ডেভেলপারে পরিণত হতে সহায়তা করবে। প্রতিনিয়তই প্রযুক্তি ক্লাউড ও এজ সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে মানুষের জীবন ও কাজের ধরনকে পরিবর্তন করে যাচ্ছে। এমন সময় ডেভেলপারদের জন্য এআই নির্মাণ এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। বিশ্বাসযোগ্য এআই সুবিধাসম্পন্ন পণ্য, সেবা ও অনুশীলনের প্রতি মাইক্রোসফটের প্রতিশ্রুতি হিসেবে প্রতিষ্ঠানটি সবার জন্য এআই অভিগম্যতার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি আড়াই কোটি মার্কিন ডলারের ৫ বছর মেয়াদি কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির লক্ষ্য এআই'র ক্ষমতাকে বাড়িয়ে তোলার মাধ্যমে বিশ্বজুড়ে ১ বিলিয়নেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা। এ কর্মসূচির মধ্যে রয়েছে আর্থিক সহায়তা প্রদান, প্রযুক্তিগত বিনিয়োগ ও দক্ষতা এবং মাইক্রোসফট ক্লাউড সার্ভিসে অভিগম্যতার উদ্ভাবনে এআই'র সংযুক্তি।
Source:- http://www.alokitobangladesh.com/online/details/48585