(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/05/12/100222_bangladesh_pratidin_5.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ধারাবাহিকভাবে একের পর এক নতুন ফিচার এনে চলেছে প্রতিষ্ঠনটি। কখনও ভয়েস রেকর্ডিং, কখনও আবার নম্বর বদলে ফেলার সুবিধা। টাকা পাঠানোর মতো পরিষেবাও শুরু করেছে এই মেসেজিং অ্যাপ।
এ ব্যাপারে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 'হোয়াটসঅ্যাপ গ্রুপ' ফিচারে এতোদিন সব গ্রুপ মেম্বাররাই কমেন্ট করার সুযোগ পেতেন। এবার যোগ হচ্ছে 'রেস্ট্রিক্ট গ্রুপ', অ্যান্ড্রয়েড ও উইনডোজ ফোনের জন্য। এর ফলে, কেবলমাত্র গ্রুপ অ্যাডমিনই মেসেজ লিখতে পারবেন। অন্য মেম্বাররা শুধুমাত্র তা পড়তে পারবেন। এমনকী, কোনো ছবি, ভিডিও, ভয়েস মেসেজ, জিফ, ডকুমেন্টও তারা গ্রুপে পোস্ট করতে পারবেন না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, এই ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েট ভারসন ২.১৮.১৩২ বা তার উপরের ভারসনেই কাজ করবে।
Source: http://www.bd-pratidin.com/tech-world/2018/05/12/329544