Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 21, 2018, 12:18:03 PM

Title: সাশ্রয়ী ম্যাকবুক এয়ার আনবে অ্যাপল
Post by: Noor E Alam on May 21, 2018, 12:18:03 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/640x359x1/uploads/media/2018/03/06/fc0268913668fc571e134f4b39ad1056-5a9e150cd7414.jpg)
ম্যাকবুক এয়ারের নতুন একটি সংস্করণ বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। এ বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই সাশ্রয়ী দামের ওই ল্যাপটপের দেখা মিলতে পারে। কেজিআই সিকিউরিটিজের অ্যাপল পণ্যের বিশ্লেষক মিং-সি কুয়োর বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক এ তথ্য প্রকাশ করেছে।

কুয়ো বলেছেন, সাশ্রয়ী দামের নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপ এনে বাজারে ম্যাকবুক আনার হার এ বছর ১০ থেকে ১৫ শতাংশ বাড়াবে অ্যাপল।

২০০৮ সালে সানফ্রান্সিসকোতে ম্যাকওয়ার্ল্ড এক্সপ্রোতে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস ম্যাকবুক এয়ার উন্মুক্ত করেছিলেন। অবশ্য ২০১৫ সালের আগ পর্যন্ত তা হালনাগাদ করা হয়নি। এর বদলে অ্যাপল ১২ ইঞ্চি মাপের ম্যাকবুক ও ম্যাকবুক প্রোর দিকে বেশি গুরুত্ব দিয়েছিল।

১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার শিক্ষার্থীদের মধ্যে বেশি জনপ্রিয়। বর্তমানে এর দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। ২০১৭ সালের জুন মাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে ম্যাকবুক এয়ারের অল্প কিছু হালনাগাদ এনেছিল অ্যাপল। এতে কিছুটা দ্রুতগতির প্রসেসর, ৮ জিবি র‍্যাম যুক্ত হয়েছিল।

নতুন ম্যাকবুক এয়ার ছাড়াও এ বছর নতুন এয়ারপড ও ৬ দশমিক ১ ইঞ্চি মাপের নতুন আইফোন বাজারে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কেজিআইয়ের বিশ্লেষক কুয়ো। তথ্যসূত্র: আইএএনএস।

Source:- http://www.prothomalo.com/technology/article/1444386/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%8F%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B2