Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Monirul Islam on May 20, 2018, 02:56:06 PM

Title: শিশুদের জন্য আইটি একাডেমি তৈরি করবে এলজি ও জাগো
Post by: Monirul Islam on May 20, 2018, 02:56:06 PM
সুবিধাবঞ্চিত শিশুদের তথ্য প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর রায়েরবাজারে জাগো স্কুলে আইটি একাডেমি প্রতিষ্ঠা করবে এলজি ইলেকট্রনিক্স ও জাগো ফাউন্ডেশন। গতকাল জাগো ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী, কম্পিউটার ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এলজি আইটি একাডেমিতে জাগো ফাউন্ডেশনের শিশু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে। এই একাডেমি নির্মাণে আর্থিক সহায়তা  দেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এই একাডেমির সুবিধা নিতে পারবে শিশু ও শিক্ষার্থীরা। এখানে শিশুরা কম্পিউটারের ব্যবহার এবং তথ্য প্রযুক্তির নানা দিক সম্পর্কে জানতে পারবে। অ্যাডওয়ার্ড কিম বলেন, 'বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে মানসম্পন্ন শিক্ষা দেয়ার ক্ষেত্রে জাগো ফাউন্ডেশন দারুণ কাজ করছে। এলজি আইটি একাডেমিতে এই শিশুরা তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে। এটি তাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।' জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ বলেন, 'সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলজি আইটি একাডেমি শিশুদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক জীবনযাপনেও ইতিবাচক পরিবর্তন আনবে।'

Source:  http://www.ittefaq.com.bd/print-edition/it-corner/2016/07/20/132109.html