Skill Jobs Forum

About Skill Jobs => News and Events => Skill Jobs Career News => Topic started by: Kazi Sobuj on May 17, 2018, 12:21:32 PM

Title: ডাটাসফটের আইওটি প্রশিক্ষণ পেল ৯০ শিক্ষার্থী
Post by: Kazi Sobuj on May 17, 2018, 12:21:32 PM
ন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ক প্রশিক্ষণ পেল ডাটাসফট আইওটি ল্যাবের দ্বিতীয় ব্যাচের ৯০ শিক্ষার্থী। মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। অনুষ্ঠানে জানানো হয়, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি বিভাগ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আর্থিক সহায়তায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগের নির্বাচিত ৩০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব শিক্ষার্থী আইওটি প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি, উৎপাদন, অটোমেশন এবং শিল্প ক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান।

http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2018/05/17/637001