Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Monirul Islam on May 17, 2018, 10:59:13 AM

Title: আপডেট হচ্ছে উইন্ডোজ ১০
Post by: Monirul Islam on May 17, 2018, 10:59:13 AM
(http://campuslive24.com/uploads//1/Windows10-2018-05-02-18-20-44.jpg)

সফট জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের পরবর্তী বড় ধরনের আপডেট হচ্ছে। নতুন আপডেটকৃত উইন্ডোজ ১০ এর ইউজারদের ব্যবহারের সুবিধার্থে এধরনের পরিবর্তন আনা হচ্ছে বালে জানা যায়। নতুন আপডেটে টাইমলাইন, এইচডিআর সমর্থন এবং নকশা পরিবর্তন করা হবে। সম্প্রতি এক বিবৃতিতে মাইক্রোসফট এই তথ্য জানায়।

চলতি মাসের ১০ তারিখ এই আপডেট আনার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ত্রুটির কারণে তারিখ পিছিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

সে সময় মাইক্রোসফটের জানিয়েছিল, অনেক সময় কম্পিউটারে উচ্চহারে 'ব্লু স্ক্রিন অফ ডেথ' এর মতো সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো ঠিক করতে কিউমুলেটিভ আপডেট প্যাকেজ তৈরির পরিবর্তে আমরা নতুন বিল্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যে ত্রুটিও ঠিক করা হবে। এই আপডেটের ছদ্মনাম বলা হচ্ছিল 'রেডস্টোন ৪'।

এদিকে স্বল্পমূল্যের ল্যাপটপের জন্য আনা হচ্ছে উইন্ডোজ ১০ এর হালকা সংস্করণ। উইন্ডোজের সর্বশেষ পরীক্ষামূলক আপডেটের ইন্সটল অপশনে যুক্ত করা হয়েছে এই সংস্করণটি। সংস্করণটির নাম আপাতত 'উইন্ডোজ ১০ লিন' রাখা হয়েছে। উইন্ডোজ ১০ প্রোর চাইতে এটি সিস্টেমে পুরো ২ গিগাবাইট কম জায়গা ব্যবহার করে।

র‌্যাম ব্যবহারও উইন্ডোজ ১০ প্রোর চেয়ে কম। তবে সে জন্য বাদ দেয়া হয়েছে বেশ কিছু ফিচার, যেমন স্কাইপ, ইন্টারনেট এক্সপ্লোরার, পেইন্ট ও রেজিস্ট্রি এডিটর। তবে এজ ব্রাউজার রয়েছে।

Source: http://campuslive24.com/IT/13944/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A1%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A7%A7%E0%A7%A6