Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Monirul Islam on May 17, 2018, 10:57:34 AM

Title: ১০ ন্যানোমিটার প্রসেসর তৈরিতে পিছিয়ে ইন্টেল!
Post by: Monirul Islam on May 17, 2018, 10:57:34 AM
(http://campuslive24.com/uploads/shares/Intel-2018-05-03-20-42-33.jpg)

১০ ন্যানোমিটার প্রসেসর তৈরি করতে পিছিয়ে পড়ছে ইন্টেল। ১০ ন্যানোমিটার প্রযুক্তির প্রসসের অন্য প্রতিষ্ঠানগুলো আনলেও পিছিয়ে পড়েছে ইন্টেল। প্রতিষ্ঠানটি ১০ ন্যানোমিটার প্রসেসর চলতি বছরেও আনতে পারছে না।

চলতি বছরের মাঝামাঝিতে আসার কথা থাকলেও ক্যানন লেক প্রসেসরগুলোর দেখা ২০১৯ সালের আগে মিলবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রাজানিক।

প্রসেসরের ভিতর থাকা ট্রানজিস্টরের মধ্যকার জায়গা বা গ্যাপ যত ছোট হবে, প্রসেসরটি তত দ্রুততার সঙ্গে কম তাপ উৎপাদন করে কাজ করতে পারবে। একই সঙ্গে ব্যাটারির ওপরেও কমবে চাপ।

ইন্টেল ২০১৪ সাল থেকে ট্রানজিস্টর গ্যাপ ১৪ ন্যানোমিটার ব্যবহার করে আসছে, কথা ছিল এবার তা ১০ ন্যানোমিটারে নেমে আসবে। এদিকে মোবাইল প্রসেসরের জগতে ১০ ন্যানোমিটার প্রযুক্তির ছড়াছড়ি চলছে। কোয়ালকমের সর্বশেষ প্রসেসরগুলোর বেশিরভাগই ব্যবহার করছে ১০ ন্যানোমিটার প্রযুক্তি।

ইন্টেল এভাবে পিছিয়ে পড়াটা কোম্পানিটির জন্য দুঃসংবাদ। ল্যাপটপ ও ট্যাবলেটের জন্য ট্র্যানজিস্টর গ্যাপ কমানো জরুরি। এর ফলে দেখা যাবে, বহনযোগ্য কম্পিউটারে কোয়ালকম প্রসেসর ব্যবহারের প্রসার আরও বাড়বে।

এদিকে ইন্টেলের প্রতিদ্বন্দ্বী এএমডিও ২০১৯ সালে ১০ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর আনবে বলে ঘোষণা দিয়েছে আরও আগেই।

যেহেতু ক্যানন লেক প্রসেসরগুলো এখনো বাজারে আনার জন্য প্রস্তুত নয়, ইন্টেল এ বছর বাজারে আনবে হুইস্কি লেক সিরিজের প্রসেসর। হুইস্কি লেক কোডনেমধারী প্রসেসরগুলো বাজারে ৯ম প্রজন্মের কোর আই ৩, ৫, ৭ ও ৯ ব্যানারে বিক্রি হবে।

তবে হুইস্কি লেক প্রসেসরগুলো ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হওয়ার ফলে ৮ম বা ৭ম প্রজন্মের প্রসেসরগুলোর চেয়ে খুব বেশি বাড়তি পারফরমেন্স দেখাতে পারবে না।

Source: http://campuslive24.com/IT/13969/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2