বাজার মানেই হৈ-হুল্লোড়, চিত্কার-চেঁচামেচি আর জল-কাদায় মাখামাখি। তবে গত কয়েক বছরে বাজারের রকমসকমই পাল্টে দিয়েছে সুপারশপ। বড় পরিসরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশে টেংরা-পুঁটি থেকে রুই-কাতলা, চকোলেট থেকে খেলনা, ফলমূল, শাকসবজি সবই পাওয়া যায়। আর এ সেক্টরে তৈরি হচ্ছে চাকরির বড় বাজার বর্তমানে দেশে আছে ২৫-৩০টি চেইন সুপারশপ। ঢাকাসহ বিভিন্ন জেলায় এদের ২০০ থেকে ২৫০টির মতো আউটলেট আছে। এসব আউটলেটে কাজ করছে প্রায় ১২-১৩ হাজার কর্র্মী। দিন দিন আউটলেটের সংখ্যা বাড়ছে। বাড়ছে কর্মীর চাহিদাও, বলছিলেন মীনা বাজারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলী আহমদ শামীম। আর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে কাজের ক্ষেত্র। অনেক তরুণ-তরুণী এসব সুপারশপে কাজ করতে আগ্রহী হচ্ছে। সুপারশপ পরিচালনার জন্য অনেক লোকের প্রয়োজন। এখানে সেলসম্যান, ক্যাশিয়ার, ফ্লোর সুপারভাইজার, ফ্লোর ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ, ম্যানেজারসহ বেশকিছু পদ রয়েছে। এখানে একজন সেলসম্যান প্রাথমিকভাবে প্রায় চার-পাঁচ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে পদোন্নতি ও বেতন বৃদ্ধি পায়। বলছিলেন আগোরার স্টোর ম্যানেজার আবু সাইদ আহমদ। সুপারশপে কাজ করেন রিনা আক্তার। তিনি জানান, 'সুপারশপগুলোতে সাধারণত দুই শিফট (সকাল ৭টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত) থাকে বলে কাজের পাশাপাশি পড়ালেখা করতে সুবিধা হয়।' বেকারত্ব সমাধানে এসব সুপারশপ হতে পারে একটি অন্যতম ঠিকানা। নতুনদের জন্য দ্বার খোলা একেকটি আউটলেট পরিচালনা করতে প্রায় ৫০ থেকে ৬০ জন লোকের প্রয়োজন হয়। এদের অনেকেই হয় নতুন। একজন অদক্ষ কর্মীকে প্রথমে সেলসম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে কাজের দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাশিয়ার, ফ্লোর সুপারভাইজার, ফ্লোর ইনচার্জসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে পদোন্নতি দেওয়া হয়। আউটলেটগুলোতে বেশি কর্মদক্ষতা ও যোগ্যতা দেখাতে পারলে পরবর্তী সময় তাকে প্রধান কার্যালয়ে অফিসিয়াল কাজে নিয়োগ দেওয়া হয়। আউটলেট ম্যানেজার রাকিবের মতে, 'বুদ্ধিমত্তা ও পরিশ্রম করার মানসিকতা থাকলে যে কেউই এ পেশায় ক্যারিয়ার গড়তে পারে।' প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সুপারশপে কাজ করার জন্য কমপক্ষে এসএসসি পাস হতে হয়, অবশ্য কারোর ভালো দক্ষতা থাকলে সে ক্ষেত্রে একাডেমিক যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। এসব সুপারশপে অদক্ষ কর্মী নিয়োগ দেওয়ার পর এক থেকে তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এখানে কাজ করার জন্য যেসব বিষয়ে নজর দেওয়া হয় তা হলো পরিশ্রম, ধৈর্য, আচার-ব্যবহার, ব্যবস্থাপনায় দক্ষতা ও ক্রেতাকে আকৃষ্ট করার ক্ষমতা। যেহেতু এখানে বিভিন্ন ধরনের ক্রেতা সমাগম ঘটে তাই কর্মীদের হতে হয় ডায়নামিক। পিকিউএসের ম্যানেজার আনোয়ার বলেন, 'কোনো সেলসম্যান যদি পরিশ্রম ও উপস্থিত বুদ্ধি দিয়ে তার কর্মদক্ষতা প্রদর্শন করতে পারে তাহলে অল্পদিনের মধ্যেই তার পদোন্নতি হয়ে থাকে।' মূলত সুপারশপ এমন একটি জায়গা যেখানে তরুণ-তরুণীরা তাদের কর্মদক্ষতা প্রদর্শন করে ক্যারিয়ারে উন্নতি করতে পারে। কোথায় যাবেন এখানে রইল কিছু সুপারশপের ঠিকানা। আগ্রহীরা এগুলোতে খোঁজ নিতে পারেন। পদ খালি থাকা সাপেক্ষে এখানে নিয়োগ হতে পারে। গুলশান আগোরা, গুলশান-১ এ আর সেন্টারের নিচতলা। ল্যাভেন্ডার সুপার ষ্টোর, ফয়সাল টাওয়ার, ২৭ নর্থ বাণিজ্যিক এলাকা, গুলশান ২, ঢাকা। ফোন- ৮৮২৮৫৭৩, ৮৮২২৩৩০, এক্স : ১১০, মোবাইল- ০১৯২২-১২১২৫২। আলমাস সুপারশপ, রহমানিয়া সুপার মার্কেট (দ্বিতীয় তলা), ৪৬ গুলশান এভিন্যিউ, গুলশান ১, ঢাকা। ফোন : ৯৮৮৭৩২২, ৯৮৯৪৮৪১ নন্দন মেগা শপ, হোসনা টাওয়ার, ১০৬, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা। ফোন : ৯৮৬২৬৩৭, ৮৮৫০০৪৯ এইচএনপি ফ্যামিলি মার্ট, ৫৫ সাউথ এভিনিউ, গুলশান – ১, ঢাকা। প্রাইস হাউজ হোলসেল, ৭০ প্রগতি সরণি, বারিধারা, ঢাকা। ফোন : ৮৮১২৫১৯, ৯৮৯২৮৯২ মোবাইল: ০১১৯৮-১৩৪৪৫৭, ০১১৯১-২৫৮৪০৬ ল্যাভেন্ডার সুপার ষ্টোর, বাড়ি # ১, সড়ক # ৫০, গুলশান-২, ঢাকা। ফোন নম্বর: ৮৮২৮৫৭৩, ৮৮২২৩৩০, ৯১৪৫০২৩, ৯১২২৬৪০। বনানী নন্দন মেগা শপ, এন ডাব্লিউ ও # ৪ , কামাল আতার্তুক এভিনিউ, ঢাকা। ফোন : ৮৮৫০০৪৯, ৯৮৬২৬৩৭। পিক এন্ড পে সুপার মার্কেট, এ আর টাওয়ার, ২৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। ফোন : ৮৮১৫৭৮৩। মিনা বাজার, বনানী ১১ নং সড়কের শেষ প্রান্তে। ফোন : ৮৮৩৫৮৬৪। ধানমন্ডি আগোরা, ৮০, সীমান্ত স্কয়ার, সড়ক# ২ ধানমন্ডি, ঢাকা, ফোন নম্বর : ৮৬২৩৪৮৩। আগোরা, জেনেটিক প্লাজা, বাড়ি# ১৬, রোড# ২৭, ধানমন্ডি, ঢাকা। ফোন : ৮১৫০৭৯৮, ৮৮৯১০৩। আলমাস সুপারশপ, গ্রীন তাজ সেন্টার, বাড়ি নং – ৮১, রোড নং – ৪/এ, ধানমন্ডি – ১৫, ঢাকা – ১২০৯। ফোন নম্বর : ৮১১৯৬২৭ আলমাস সুপারশপ, সড়ক ৮/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন নম্বর : ৮১১৯৬২৭ আলমাস সুপারশপ, সড়ক ৫, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা। ফোন : ৯৮৮৭৩২২, মিনা বাজার, বাড়ি: ৪৪, রোড: ২৭, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯১৩৯৮৪৯ মিনা বাজার, এলিট সেন্টার, বাড়ি: ৭৪১, রোড: ১৫, ধানমন্ডি, ঢাকা। ফোন : ৮১৫২০৮৫ নন্দন মেগা শপ, প্লট # ৩১২ (পুরাতন), রোড # ২৭, (পুরাতন), ১৬ (নতুন), ধানমন্ডি আ/এ, ঢাকা। ফোন : ৮১২৭০৮৫, ৮১২১২৫০ স্বপ্ন সুপারশপ, ৫৬/৪, লেকসার্কাস, কলাবাগান রোড, পান্থপথ, ধানমন্ডি, ঢাকা। ফোন : ৮৮২৫৯৪০ পিকিউএস, রোড – ১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা ১২০৯। হাট বাজার, রয়েল প্লাজা, বাড়ি # ৮/ এ, সড়ক # ৪, মিরপুর রোড, ধানমন্ডি। ফোন : ৮৬২৮৫২৮। ইটিসি, বাড়ি # ২৭৫, সড়ক # ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা। ফোন : ৯১৩৮৪৩২, ৮৮৫২৩৪৪। ওয়ান ষ্টপ মল, রাপা প্লাজা, (৪র্থ তলা), বাড়ি # ১, সড়ক # ২৭ (পুরাতন), ধানমন্ডি। ফোন : ৯১২৩০০৫, ৯১৪১৭৬৪। পুরান ঢাকা স্বপ্ন সুপারশপ, ওয়ারি এলাকার আড়ং শো-রুমের নীচতলায় ৩৬/ ২, রেংকিন স্ট্রিট। ফোন : ০১৯২৮৬৪৫৯৭৮। মিনা বাজার, ২৭/বি/৩/এ, ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকা। ফোন : ৮৬২০১৪৪। স্বপ্ন সুপারশপ, ৬১, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা। ফোন : ০১৬৭০-৮২৯৫৫৪। মিরপুর আগোরা, মিরপুর (আড়ং এর পাশে অবস্থিত), চিড়িয়খানা রোড, মিরপুর-১। প্রিন্স বাজার, প্লট- ৬ এন্ড ১১, ব্লক- বি, প্রধান সড়ক, মিরপুর-১। কেরি ফ্যামিলি সুপারশপ, প্লট নং-১, রোড নং-১০, ব্লক-সি, সেকশন-৬, মিরপুর, ঢাকা। ফোন : ৯০০০৫৪৬। কনজিউমার মেগা শপ, বাড়ি # ৪০, রোড # ৩, ব্লক # বি, সেকশন # ১২, মিরপুর, ঢাকা। ফোন : ৯০০৭১৪৩। কনজিউমার মেগা শপ, ৮৪২/৮৪৩, পূর্ব কাজীপাড়া (বাসস্ট্যান্ড), বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা। ফোন : ৮০৩৩৪১১। কনজিউমার মেগা শপ, বাড়ি # ৪০, রোড # ৩, ব্লক # বি, সেকশন # ১২, মিরপুর, ঢাকা। ফোন : ৯০০৭১৪৩। মিনা বাজার, ১৪/৩, সি, সেনপাড়া, পর্বতা, মিরপুর ১০ গোলচত্বর, ঢাকা। ফোন : ৯০০৯৭৩২। নন্দন মেগা শপ, ২৬/ডি, মিরপুর ১১, ঢাকা-১২১৬। ফোন : ৯৮৬২৬৩৭, ৯৮৬১৬০৩। স্বপ্ন সুপারশপ, বাড়ি # ৩৪, রোড # ১৬, রূপনগর আবাসিক এলাকা। পল্লবী, ঢাকা। ডি এস এস, শেওড়া পাড়া বাসষ্ট্যান্ড, রোকেয়া স্মরণী, মিরপুর। উত্তরা আগোরা, প্লট # ২, রোড # ৪, সেক্টর # ৪, উত্তরা, ঢাকা।, ফোন : ৮৯২০৩০৮। নন্দন মেগা শপ, আপডেট টাওয়ার (২য় তলা), ১ শাহজাহান এভিনিউ, সেক্টর – ৬, উত্তরা, ঢাকা। ফোন : ৮৯৫১২২৭, ৮৯৫১২৩৫। ফ্যামিলি নিডস, ৭, রবীন্দ্র সরণি, সেক্টর # ৩, উত্তরা, ঢাকা। ফোন : ৮৯২৪৪৫৮, ৮৯২১৫৬১। স্বপ্ন সুপারশপ, হাউজ # ৩০, সেক্টর # ১১, গরীবে নেওয়াজ রোড, উত্তরা, ঢাকা। ফোন : ৮৮২৫৯২৮। উত্তমা ফ্যামিলি পয়েন্ট, বাড়ি # ৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। ফোন : ৯৮৮০৭৯৯, ৮৮২৩৩৫৫। মগবাজার, শান্তিনগর, কাকরাইল, পল্টন আগোরা, মগবাজার, রহিম আফরোজ সুপার স্টোর লিমিটেড, সেলিনা পারভীন রোড (পুরাতন- ৬৯), আউটার সার্কুলার রোড, মগবাজার, রমনা, ঢাকা, ফোন : ৯৩৬০৯৯৪, ৯৩৫০৪৯৩, ২৮৬২৩৪৮৩। আগোরা, শান্তিনগর ৩১, সিদ্ধেশ্বরী রোড, শান্তিনগর, ঢাকা। ফোন : ৯৩৩৯৯১৩। নন্দন মেগা শপ, ৯০, কাকরাইল, মুসাফির টাওয়ার, ঢাকা। ফোন : ৯৩৪২৭৪৬, ফোন : ১৮১৭-২৯৮৮৮৫। স্বপ্ন সুপারশপ, টেপা কমপ্লেক্স, ১৬৯, শহীদ নজরুল ইসলমা সরণী, পুরানা পল্টন, ঢাকা। ফোন : ০১৯১৯-৮৩৮৮৬১। মিনা বাজার, কুইন্স টাউন (নীচ তলা), ২০৮ নিউ ইস্কাটন রোড, ঢাকা। ফোন : ৯৩৫৫৪৫৩। মোহাম্মদপুর, শ্যামলী মিনা বাজার, ৭৭/সি আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ৯১৪২৫৩৮ মিনা বাজার, ক ৭০, প্রগতি স্বরনী, বাড্ডা, ঢাকা। ফোন : ৮৪১৫৩৬৪। ফ্যামিলি ওয়ার্ল্ড, ২/৬ মিরপুর রোড, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭। ফোন: ৯১২২০৬৩ মিনা বাজার, রিং রোড, শ্যামলী থানার পাশে। ফোন: ৯১০৩৯৮৪। মিনা বাজার, বাড়ী নং ১৯, রোড নং ০২, মোহম্মদিয়া হাউজিং সোসাইটি, ঢাকা। ফোন: ৯১৩৭১৬৫। কেরি ফ্যামিলি সুপারশপ, ৪৫, প্রবাল হাউজিং লি:, রিং রোড, আদাবর, ঢাকা। ফোন : ৯১২৮০৯৮। রামপুরা স্বপ্ন সুপারশপ, টিভি সেন্টারের বিপরীতে, রামপুরা, ঢাকা। ইলেক্ট্রা মিনি মল, ১/৩, পশ্চিম হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ফোন নম্বর: ৯৩৩৫৪৬৮।
Source: http://infopedia.com.bd/career/job-market/1482