Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => Career Growth & Self Development => Topic started by: arif on April 17, 2017, 08:51:48 PM

Title: Some English term to be an SMART
Post by: arif on April 17, 2017, 08:51:48 PM
স্মার্ট হতে চান? তবে এই ৯টি ইংলিশ টার্ম জেনে রাখুন

অফিসে-কলেজে-পাড়ার রকে নিজেকে আরও স্মার্ট দেখাতে চান? তবে আধুনিক কথ্য ইংলিশের এই শব্দগুলি, তার অর্থ ও প্রয়োগ অবশ্যই জেনে রাখুন।

১) বাস্টেড— কাউকে বাস্ট করা মানে তাকে অপরাধমূলক কিছু করার সময় ধরে ফেলা। যেমন 'The police bust people every day' তেমনি কারও সম্পর্কে বলতেই পারেন `He got busted yesterday by the boss'।

২) মেহ— কোনও কিছু একেবারেই আকর্ষণীয় না হলে, ভাল না লাগলে, উদাসীন বোধ করলে বলুন 'Meh'

৩) আই অ্যাম বিট— এর অর্থ আপনি প্রচন্ড ক্লান্ত। যেমন কেউ হয়তো সিনেমা যেতে বলছে। আপনি বলুন, 'Sorry, I can't. I'm beat and I have to wake up early tomorrow.'

৪) আই অ্যাম গেম— কোনও কিছুতে অংশগ্রহণ করার প্রস্তাবে রাজি হলে বলুন 'I am game'।

৫) হাঙ্কি-ডরি— মানে পরিস্থিতি ঠিকঠাক, শান্ত। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে অফিসে এখন হাওয়া কেমন? বলুন, 'Everything's hunky-dory at the office.'

৬) টশ— রাবিশ-এর প্রতিশব্দ টশ, তবে অনেকটা বেশি কথ্য এবং স্মার্ট। যেমন, 'Don't talk tosh.'

৭) স্ক্রামি— অত্যন্ত সুস্বাদ কোনও খাবার খেয়ে ইয়ামি না বলে বলতে পারেন স্ক্রামি।

৮) আন্ডার দ্য ওয়েদার— শরীর খারাপ করা। যেমন শরীর খারাপ লাগলে বলুন 'I'm a bit under the weather'।

৯) ইয়ারওয়র্ম— এমন কোনও সুর অথবা গান যা মাথার ভিতর গেঁথে রয়েছে, ভুলতে পারছেন না। যেমন, 'That new song is such an earworm!'

Source: (http://ca.jobsbd.com/?p=1181)
ReplyQuoteNotifyRemove