Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => CV/Resume Writing => CV Writing Skills => Topic started by: Reyed Mia (Apprentice, DIU) on April 12, 2017, 02:45:59 PM

Title: ছুটির আবেদন
Post by: Reyed Mia (Apprentice, DIU) on April 12, 2017, 02:45:59 PM
ছুটির আবেদন

বরাবর
প্রজন্ম ফোরাম
করি বাংলায় চিৎকার..........
বিষয়:  কিছু দিনের জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই য়ে, আমি নিম্ন সাক্ষর কারী অত্র ওয়েব সাইট এর এক  জন প্রজন্ম অনূরাগী। সাম্প্রতিক সময়ের ঠান্ডা, জ্বর, সর্দি জনিত কারণে আমি নিয়মিত হতে পারছিনা । আর তাই বিনা অনুমতিতে ওয়েব সাইটের বাইরে অবস্থান করছি। আমি অতি দুঃখের সাথে আপনাদের কাছে ক্ষমা এবং কিছু দিনের জন্য ছুটি কামনা করছি। আমার জন্য বিষেশ ভাবে দোয়া করবেন।
অত এব মহোদয়ের সমিপে আকুল আবেদন যাহতে আমি উপর উক্ত ছুটি পেতে পারি তাহার সু ব্যবস্থা দানে আপনাদের সদয় মর্জি হয়।

নিবেদক
নিপু
পাড়ফোরামিক
যাত্রাবাড়ী

Sources: https://forum.projanmo.com/topic28098.html