Skill Jobs Forum

Skill.jobs Online Resources => Online Resources => Topic started by: Reyed Mia (Apprentice, DIU) on April 12, 2017, 02:07:34 PM

Title: আইটি নিয়ে উচ্চশিক্ষায় ড্যাফোডিল
Post by: Reyed Mia (Apprentice, DIU) on April 12, 2017, 02:07:34 PM
আইটি নিয়ে উচ্চশিক্ষায় ড্যাফোডিল

দেশের আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। তথ্যপ্রযুক্তি বা আইটি বিষয়ে পড়ার স্বপ্ন অনেকেরই। এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। সময়টা এখন প্রযুক্তির। প্রযুক্তি এখন জীবনের প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ওপর ভর করে। প্রযুক্তি থেকে দূরে থাকা মানেই পিছিয়ে পড়া। প্রযুক্তির বিশ্ববাস্তবতায় তাই অনেকেই আইটি শিক্ষায় উৎসাহিত হচ্ছে। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। তরুণরা খুঁজে পাচ্ছে নতুন দিকনির্দেশনা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এখন সবচেয়ে যুগোপযোগী। আর এসব দিক সামনে রেখে ডিআইএ

আইটি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে( ১৯/১, পান্থপথ, ঢাকা, ফোন :৯১৩৮১৩৯, ০১৭১৩৪৯৩১৬৩) এটি পরিচালিত হবে যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে। এ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। ক্লাস অনুষ্ঠিত হয় ডিআইএতে। পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব গ্রিনিচ ও এনসিসি এডুকেশন, ইউকে। যে কোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাস। তা ছাড়াও ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীর দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। যুক্তরাজ্যে এই প্রোগ্রাম সম্পন্ন করতে যেখানে ৮০-৯০ লাখ টাকা খরচ, সেখানে বাংলাদেশে একই প্রোগ্রাম মাত্র ৮ লাখ টাকা খরচ হয়, যা মাসিক কিস্তিতে পরিশোধ করা যায়। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীও বেকার নেই।

তাছাড়া ডিআইএর শিক্ষার্থীরা ড্যাফোডিল গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যাংক, সরকারি, বেসরকারি ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। ডিআইএর প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার ফার্মে কাজ করার বিশেষ সুযোগের পাশাপাশি শিক্ষাকালীন অবস্থায় আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুবিধা।

Sources: http://bangla.samakal.net/2017/03/12/276502