Skill Jobs Forum

Skill.jobs Online Resources => Online Resources => Topic started by: Reyed Mia (Apprentice, DIU) on April 12, 2017, 02:05:04 PM

Title: শিক্ষার প্রসার ও তথ্য-প্রযুক্তি শিক্ষায় ড
Post by: Reyed Mia (Apprentice, DIU) on April 12, 2017, 02:05:04 PM
শিক্ষার প্রসার ও তথ্য-প্রযুক্তি শিক্ষায় ড্যাফোডিল কলেজ

ড্যাফোডিল গ্রুপ একটি সুপরিচিত নাম। এই গ্রুপ বাংলাদেশে মানসম্পন্ন আধুনিক শিক্ষার প্রসার ও তথ্য-প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাকাল ২০০৩ এবং এটি স্ব-অর্থায়নে পরিচালিত একটি মানসম্পন্ন আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণি (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা) চালু আছে। উল্লেখ্য যে, এখানে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, বিবিএ, সিএসই, ফিন্যান্স ও মার্কেটিংয়ে অনার্স কোর্স চালু হতে যাচ্ছে। অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমণ্ডলী দ্বারা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক সৃষ্টি।  শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গুণাবলির বিকাশ ঘটানো। প্রত্যেক শিক্ষার্থীকে দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে শিক্ষা। ২. নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা। ৩. নিয়মিত গাইড টিচারের তত্ত্বাবধান।  ৪. আবশ্যিকভাবে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা। ৫. অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সুবিধা। ৬. রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ। নিজস্ব সুপ্রশস্ত কলেজভবন ও শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ। ২. কলেজের অবস্থান অনুযায়ী উন্নত যোগাযোগ সুবিধা। ৩. A+ প্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা। ৪. উন্নতমানের ল্যাব, লাইব্রেরি ও ইন্টারনেট সুবিধা। ৫. ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের সুবন্দোবস্ত। ৬. এইচএসসি-তে মান উন্নয়নসহ শতভাগ পাসের সুযোগ। শিক্ষাবর্ষ তিনটি টার্ম/পর্বে বিভক্ত। একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে প্রমোশন পেতে হলে ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে। তাছাড়া কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় নির্ধারিত গ্রেড পয়েন্ট (বিজ্ঞান শাখায় জিপিএ ৩ এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ২.৫) না পেলে এবং শ্রেণি-উপস্থিতি সন্তোষজনক  না থাকলে বোর্ড পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। বোর্ড পরীক্ষায় পাসের হার জিপিএ-৫সহ শতভাগ । কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কেউ কেউ বিদেশেও উচ্চশিক্ষা নিচ্ছে। এটা আমাদের জন্য কৃতিত্ব ও গৌরবের বিষয়। সম্প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। যোগাযোগ :৩/৩ ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা-১২০৭, ফোন :০১৭১৩৪৯৩২২৭।

Source: http://www.ittefaq.com.bd/print-edition/cariar/2017/03/29/185391.html