ইন্টারভিউতে যে ৭টি অঙ্গভঙ্গীর কারণে চাকরি থেকে বঞ্চিত হতে হয়(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/05/05/image_80587.bad-job-interview-question.jpg)
আপনার প্রিয় প্রতিষ্ঠান নিয়োগ করার জন্য সার্কুলার দিয়েছে। আপনি সিভি তৈরি থেকে শুরু করে সবগুলো পর্যায়ই অতিক্রম করলেন। কিন্তু ইন্টারভিউতে গিয়ে সবকিছু গণ্ডগোল করে ফেললেন। এমন ঘটনা অনেকের ক্ষেতেই ঘটে।
ইন্টারভিউতে গিয়ে ঠিকভাবে হ্যান্ডশেক করতে না পারা, চক্ষুসংযোগ করতে ব্যর্থ হওয়া ইত্যাদি সামান্য ঘটনাও অনেক ক্ষেত্রে চাকরি না হওয়ার কারণ হিসেবে উঠে আসে।
কারো সঙ্গে প্রথমবার দেখা হলে তার ?বডি ল্যাঙ্গুয়েজ? থেকেই আপনি অনেক বিষয় বুঝতে চাইবেন। ইন্টারভিউয়ারদের ক্ষেত্রেও একথা সত্য। তারা আপনার আত্মবিশ্বাসসহ নানা বিষয় নির্ণয় করার চেষ্টা করবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এ ক্ষেত্রে আপনি যদি নিজেকে প্রকাশ করতে না পারেন, তাহলে নষ্ট হয়ে যেতে পারে আপনার চাকরির সম্ভাবনা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. বাজে অঙ্গভঙ্গী
সবসময় আপনার অঙ্গভঙ্গী বিষয়ে সতর্ক থাকুন। এক্ষেত্রে শুধু ইন্টারভিউ বোর্ডেই নয়, ওয়েটিং রুম ও রিসিপশনকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর জন্য আপনাকে অবশ্যই সোজা হয়ে দাঁড়াতে হবে, ঘাড় রাখতে হবে সম্প্রসারিত ও সোজা। এ অবস্থানে থাকলে আপনার মস্তিষ্কের রাসায়নিক অবস্থায় কিছুটা পরিবর্তন হয়, যা আপনাকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী অনুভব এনে দেয়। এছাড়া এভাবে থাকলে তা আপনার আত্মবিশ্বাসও প্রকাশ করে। (http://www.kalerkantho.com/assets/images/news_images//2014/05/05/for_details/image_80587_0.bad-impression-at-job-interview.jpg)
২. বাজে হ্যান্ডশেকবহু মানুষ তাদের কর্তৃত্বপরায়ন ব্যক্তিত্ব প্রকাশের জন্য ইন্টারভিউয়ারদের হাত আকড়ে ধরেন ও তাকে নিচে নামিয়ে আনেন। কিন্তু এতে ইন্টারভিউয়ারদের মাঝে প্রকাশিত হয় যে, আপনাকে শক্তিশালী হতে হবে। তার বদলে হ্যান্ডশেক হতে হবে স্বাভাবিক। বৃদ্ধাঙ্গুল থাকতে হবে উপরে এবং দুই-তিনবার উপরে নিচে করতে হবে। ইন্টারভিউয়ার হিসেবে আপনি গেলে আগেই হাত মেলানোর চেষ্টা করবেন না। এজন্য তাদের হাত এগিয়ে আসার অপেক্ষা করুন।
৩. ঘর্মাক্ত হাত
ঘর্মাক্ত বা ভেজা হাতের কারো সঙ্গে হাত মেলানো সত্যিই বিরক্তিকর। আর আপনার যদি এ সমস্যা থাকে তাহলে ইন্টারভিউয়ের আগেই প্রসাধন কক্ষে গিয়ে হাত ঠাণ্ডা পানিতে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে পরবর্তী কিছুক্ষণ আপনার হাত থাকবে ঘাম মুক্ত ও শক্তিশালী।
(http://www.kalerkantho.com/assets/images/news_images//2014/05/05/for_details/image_80587_1.bad-interview.jpg)
৪. চক্ষু সংযোগের অভাব
ইন্টারভিউতে গিয়ে আপনার অবশ্যই উপযুক্ত মাত্রায় চক্ষু সংযোগ বা দৃষ্টি বিনিময় করতে হবে। এটি করতে ব্যর্থ হলে ইন্টারভিউয়ার ভাববে আপনি হয় প্রশ্নের জবাব দিতে অক্ষম বা কোনো একটা মিথ্যা বা প্রতারণা করছেন।
৫. নার্ভাস
ইন্টারভিউতে আপনার চুল ঠিক করা বা চুল নিয়ে খেলা, মুখ স্পর্শ করা ও এ ধরনের অন্য যে কোনো কাজ আপনার নার্ভাসনেস প্রকাশ করবে। আমরা যখন আমাদের মুখ বা চুল স্পর্শ করি তা আমাদের আত্মবিশ্বাসের ঘাটতির কথা জানান দেয়। ইন্টারভিউয়ারদের যদি আপনি এ বার্তা দিতে না চান তাহলে নার্ভাস ও অপ্রস্তুত ভাব প্রকাশ করা বাদ দিন। (http://www.kalerkantho.com/assets/images/news_images//2014/05/05/for_details/image_80587_2.images.jpg)
৬. অপ্রস্তুত ও অনাগ্রহী মনে হওয়া
ইন্টারভিউতে গিয়ে আপনি যদি দ্রুত নিজের পায়ের অবস্থান পরিবর্তন করতে থাকেন বা ক্রস ও সোজা করতে থাকেন ঘন ঘন, তাহলে ইন্টারভিউয়ারদের মনে হবে আপনি একঘেয়ে হয়ে গেছেন। তার বদলে আপনার আগ্রহ প্রকাশ করুন সামনে সামান্য ঝুঁকে বসে মাথা সোজা করে মনযোগের সঙ্গে ইন্টারভিউতে অংশগ্রহণের মাধ্যমে।
৭. হাসতে ব্যর্থ হওয়া
হাসি আপনার আত্মবিশ্বাস, খোলা মন, আন্তরিকতা ও কর্মোদ্যমকে প্রকাশ করে। এটি অন্যদের পাল্টা হাসি দিতে অনুপ্রাণিত করে। ইন্টারভিউতে সামান্য পরিমাণ হাসিও যারা দিতে পারে না, তাদের গোমড়ামুখো ও দূরে থাকার অভ্যাস রয়েছে বলে ভেবে নেয় অনেকেই। Source: http://goo.gl/bnFNCD