চাকরির ইন্টারভিউয়ে যে প্রশ্নটি সবচেয়ে কৌশলী হয়(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/04/25/image_76835.interview%20for%20job1.jpg)
চাকরির ইন্টারভিউ শুধু পরিচিত কিছু প্রশ্নের সমাহার নয়, এটি অদ্ভুত সব প্রশ্নেরও পরীক্ষাকেন্দ্র। আপনার চিন্তাধারা, যোগ্যতা এবং দুর্বলতা বের করে নিতে নানা পদ্ধতি খাটাবেন প্রশ্নকারীরা। কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে কৌশলী প্রশ্ন হিসেবে চিহ্নিত করা হয়। এ ধরনের প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেই ধরে নেওয়া যায় না যে, আপনি ইন্টারভিউ ভালো দিয়েছেন।
যে ধরনের কৌশলী প্রশ্ন ইন্টারভিউয়ে করা হয় তাদের মধ্যে সবচেয়ে জটিল প্রশ্নটি আসলে সবচেয়ে সাধারণ প্রশ্নও বটে। কারণ অতি সাধারণ শোনা গেলেও প্রশ্নের জবাব দেওয়াটা কিন্তু ব্যাপক বুদ্ধিমত্তার পরিচায়ক। প্রশ্নটি হলো, 'আপনার শখগুলো কী কী?' একে অন্যভাবে জিজ্ঞাসা করা হয়, 'আপনি অবসর সময়টা কীভাবে কাটান?'
এই প্রশ্নটির জবাবে সবচেয়ে বেশি মাথা খাটানো উচিত। এই প্রশ্নের উত্তরেই মূলত বিচার করা হয়, চাকরিপ্রার্থী নতুন চাকরিতে প্রবেশ করে কোথা থেকে তার সফর শুরু করছেন।
গতানুগতিক জবাব আপনি দিতে পারেন। কোনো খেলা পছন্দ করা, বইপড়া, মাছ ধরা, পুরোনো জিনিস জমানো ইত্যাদি সবই ভালো শখের কাজ। তবে এসব শখের কাজের মধ্যেও কিন্তু আপনার অন্য যোগ্যতা লুকিয়ে রয়েছে যা প্রশ্নকর্তারা বিচার করবেন। যেমন- খেলতে পছন্দ করার অর্থ আপনি উদ্যোমি এবং পরিশ্রমী যেখানে জয়ের মনোভাব কাজ করে। ঘোরা বা অভিযান শখ হলে আপনি সাহসী এবং তুলনামূলকভাবে অসন্ধিৎসু। অথবা কোনো সংগঠন পরিচালনা করা মানে আপনি সহানুভূতিশীল এবং সাংগাঠনিকভাবে দক্ষ। কাজেই আপনার অবসর সময়ের কাজের মাধ্যে আপনার এই গুণগুলো বেরিয়ে আসছে।
আবার একেক পরিবেশ ও পরিস্থিতি থেকে উঠে আসা মানুষগুলোর জন্য শখের বিষয়টি ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন- যিনি সমুদ্রের পাড়ে বড় হয়েছেন তার শখ হবে সার্ফিং বা সমুদ্রভ্রমণ। কাজেই শখ-সংক্রান্ত প্রশ্নের জবাব আপনার সিভির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হবেন আপনি। ফুটবল খেলা আপনার শখ হলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় পরের প্রশ্নটি হবে ফুটবল-সংক্রান্ত। যা দিয়ে দেখা হবে আপনি আসলে ফুটবল নিয়ে কতোটা জানেন। কাজেই সত্যিকার শখের কথা বলাইটাই ভালো। আপনার শখের বিষয় কতোটা সত্য তা বুঝে দেখার সময় প্রশ্নকর্তার নেই। আবার আপনারও জবাব দেওয়ার সময়ও কম। তাই শখের বিষয়ে বিস্তারিত ধারণা রেখেই এর তথ্য দেওয়া জরুরি।
শখ বিষয়ে প্রশ্নের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। তবে এর মাধ্যমে অফিসের বাইরের মানুষ হিসেবে আপনাকে বুঝতে চাইছেন কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ভিন্ন ধাঁচের মজার কোনো শখ চারকিদাতার কাছে বিদঘুটে বলেও মনে হতে পারে।
তাই বিশেষজ্ঞরা মনে করেন, শখের বিষয়ে প্রশ্নের জবাবে আপনার সত্যিটাই বলা ভালো। এ ক্ষেত্রে নিজেকে ভিন্নমাত্রার করে উপস্থাপন করে তোলার পরিকল্পনা বাদ দেওয়াটাই উত্তম।
সূত্র : বিজনেস ইনসাইডার -