জীবন বিষয়ে ১৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ, যা সবসময় মনে রাখবেন(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/01/18/image_42628.success.jpg)
জীবনে এগিয়ে চলার জন্য কিছু নীতি মেনে চললে ভালো সুফল পাওয়া যায়। বিজনেস ইনসাইডার অনুসরণে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের পরামর্শ থেকে ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এ লেখা সাজানো হয়েছে।
১. কখনো বলবেন না- ?কিন্তু?
অত্যন্ত সফল এক নারী বলছিলেন, তিনি তাঁর পেশাদার জীবন থেকে ?কিন্তু? কথাটা বাদ দিয়ে দিয়েছেন। এর ফলে তিনি তাঁর ধারণার ওপর অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন। এর ফলে তাঁর টিম মেম্বাররাও ভালো সহযোগিতা করছেন।
২. না চাওয়া পর্যন্ত কিছুই পাবেন না
ইউনিভার্সিটির এক প্রফেসর প্রথম বিষয়টা নজরে আনেন। তিনি বলেন, ?আপনি যদি কোনো কিছু না চান, তাহলে উত্তর হবে সবসময়- না।?
৩. অভিযোগ করার আগে আরেকবার ভাবুন
অনেকে বলেন ?অভিযোগ করবেন না?। খুব সমস্যা ছাড়া কারো নামে অভিযোগ করা উচিত নয়। এটা নেতিবাচক মনোভাবের বহির্প্রকাশ এবং আপনার কোনো কাজে আসবে না।
৪. সময় এমন একটা জিনিস, যা কখনো ফিরে আসে না
সময় এমন একটা সম্পদ, যা কাউকে দিয়ে দেওয়া যায়, খরচ করা যায় বা নষ্ট করা যায়। তা নিয়ে আপনি যাই করুন না কেন, একবার চলে গেলে এটা আর ফেরত পাবেন না।
৫. ?আচরণ? আপনার ?মেধা?র চেয়ে গুরুত্বপূর্ণ
শক্তিশালী ইতিবাচক আচরণ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এমনকি এটা কারো মেধার চেয়েও গুরুত্বপূর্ণ গুণ বলে জানাচ্ছেন বিখ্যাতরা। বহু ব্যক্তি খেলাধুলা, বিনোদন, রাজনীতি, বিজ্ঞান ও শিল্পে মেধাবী ছিলেন। কিন্তু তারা তাদের আচরণের জন্য বিফল হয়েছেন।
৬. ?মান? সবসময় ?সংখ্যা?র তুলনায় গুরুত্বপূর্ণ
আপনি যদি কোনোকিছু করতে চান, তাহলে তা এমনভাবে করুন, যেন তা দ্বিতীয়বার করতে না হয়। কোনো কাজ করার জন্য পেছনে ফিরে যাওয়া নিঃসন্দেহে অপচয়।
৭. নির্ভরযোগ্য হয়ে উঠুন
আপনি যা বলেন, তাই করুন। কথা ও কাজে মিল রাখুন।
৮. সঠিক বিষয় করুন
আপনি যা করতে চাইছেন, তা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিতে করুন।
৯. ধীর পদক্ষেপে এগোন
ধীরে ধীরে লম্বা পদক্ষেপে এগোনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যদি ধীর পদক্ষেপে এগিয়ে যান, তাহলে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করতে পারবেন।
১০. সবকিছুর সমাপ্তি এক জায়গাতেই
ইতালিয়ান প্রবাদে প্রকাশ ?সব খেলা শেষে রাজা-প্রজা সবাইকে এক বাক্সেই ঢুকতে হবে।? যার অর্থ দাঁড়ায় আপনি আপনার জীবনে অর্জিত অর্থ, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি কোনোকিছুই কবরে নিয়ে যেতে পারবেন না।
১১. সময় মানে টাকা নয়, এটা তার চেয়েও দামি
সব সময় টাকার চেয়ে বেশি মূল্যবান হিসেবে সময়কে বিবেচনা করবেন। কারণ সময় টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। জীবনের শেষে আপনার অনেক টাকা থাকলেও আপনি সময় কিনতে পারবেন না।
১২. অন্যের ভাবনা নিয়ে চিন্তা করবেন না
অন্য মানুষ সবসময় তাদের নিজেকে নিয়েই ভাবে। এ কারণে তাদের চিন্তার চেয়ে নিজের চিন্তাতেই গুরুত্ব দিতে হবে।
১৩. নিয়ন্ত্রণযোগ্য বিষয়ই নিয়েই কাজ করুন
জীবনের কাজে সবসময় আপনার নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলো নিয়েই সময় ব্যয় করুন। যে বিষয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা নিয়ে কাজ করে কোনো লাভ নেই।
১৪. অন্যের কথা শুনুন
প্রকৃতিপদত্ত আপনার দুটি কান ও একটি মুখ সঠিকভাবে ব্যবহার করুন।
১৫. দরকার হলে ঝুঁকি গ্রহণ করুন
জীবনের প্রয়োজনের সময় ঝুঁকি গ্রহণ করা বুদ্ধিমানের পরিচয় দেয়। Source: http://goo.gl/mhJ1mI