Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => Career Growth & Self Development => Topic started by: jihad on December 30, 2013, 09:57:18 AM

Title: How to reduce stress
Post by: jihad on December 30, 2013, 09:57:18 AM
স্ট্রেস কমাবেন কী করে
স্ট্রেস আপনার চারপাশের এক ধরনের চাপ, যা আপনাকে প্রভাবিত করে। স্ট্রেস দেহের বাইরের ও ভেতরের উভয়ের সঙ্গে সম্পর্কিত। স্ট্রেস সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ডা. কাশফিয়া নাজনীন


(http://www.kalerkantho.com/assets/images/news_images/print/2013/12/30/22_36060.jpg)


স্ট্রেসের লক্ষণগুলো ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে, প্রকাশও পায় বিভিন্নভাবে। স্ট্রেস সহনশীলতাও একেকজনের একেক রকম।


শারীরিক লক্ষণ

* ব্যাক পেইন

* শ্বাসকষ্ট

* ঘাড় বা চোয়াল শক্ত বোধ করা

* দেহের ওজন বাড়া বা কমা

* ঘুমের ব্যাঘাত

* মাংসপেশিতে টান (টেনশন)

* মাথাব্যথা

* পরিপাকতন্ত্রে সমস্যা (কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা বদহজম)

* ক্লান্তি মানসিক লক্ষণ

* স্নায়ুবিক দুর্বলতা

* দুশ্চিন্তা

* খাদ্যাভ্যাসের পরিবর্তন, অতিরিক্ত খাওয়া

* কাজে অনাগ্রহ

* উদ্যমহীনতা বা কর্মচাঞ্চল্যের অভাব

* পরিবর্তিত মেজাজ (মুডি)

* বিষণ্নতা

* অন্যের সঙ্গে সম্পর্কে সমস্যা

স্ট্রেসের কারণে

অনিয়ন্ত্রিত, অনভিপ্রেত ও একটানা স্ট্রেস আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। হতে পারে অ্যাংজাইটি ডিজঅর্ডার, বিষণ্নতা, উচ্চরক্তচাপ, কার্ডিওভাসকুলার ডিজিজ, ইন্টেসটিনাল ডিজিজেস। অনেক ক্ষেত্রে ক্যান্সার ও দ্রুত বুড়িয়ে যাওয়া। স্ট্রেস মাইগ্রেন ও অ্যাজমার প্রকোপ বাড়ায়। স্ট্রেসের কারণে ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণও ওঠানামা করে।

দীর্ঘস্থায়ী স্ট্রেস মাদক বা নিকোটিনে আসক্ত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে দেয়।

কিভাবে স্ট্রেস নিয়ন্ত্রণে রাখবেন

প্রথমে জানতে হবে, আপনি কখন স্ট্রেসড। সে অনুযায়ী প্রতিকারের ব্যবস্থা নিতে হবে।

* যা আপনার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, যেমন- সময়, আবহাওয়া।

* ছোট ছোট সমস্যা সমাধান করুন আগে, যা আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আনতে সহায়তা করবে।

* একসঙ্গে অনেক সমস্যা সমাধান করতে না গিয়ে এক এক করে সমাধান করুন।

* দৃষ্টিভঙ্গি পাল্টান, নতুন কিছু গ্রহণ করতে শিখুন। পরিবর্তনকে ভীতিকর না দেখে ইতিবাচক হিসেবে নিন।

* আপনার সমস্যার ব্যাপারে বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।

* বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন, বাড়াবাড়ি রকমের ব্যস্ততা বাড়াবেন না।

* সময়মতো এবং সুষম খাবার খান। নিয়মিত ব্যায়াম করুন। ধ্যান (মেডিটেশন) করুন।

* এমন কিছু করুন, যা আপনার কাছে স্ট্রেসফুল মনে হবে না, যেমন- খেলাধুলা সামাজিক অনুষ্ঠান অথবা শখের কিছু করা।

* তারপরও স্ট্রেস থেকে বের হতে না পারলে মনোরোগ বিশেষজ্ঞর কাছে যান।


Source: http://goo.gl/0irhXS