পড়তে চাইলে ফার্মেসি(http://paimages.prothom-alo.com/contents/cache/images/350x0x1/uploads/media/2013/12/15/52aca3bddc6ae-Untitled-13.jpg)
বিস্তৃত হচ্ছে বাংলাদেশের ওষুধশিল্প। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ছাড়াও বিশ্বের ১০৯টি দেশে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে তৈরি ওষুধ। তাই মানসম্মত ওষুধ উৎপাদন করতে প্রয়োজন দক্ষ ফার্মাসিস্টের। সে লক্ষ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে ফার্মেসি বিভাগ। তরুণ শিক্ষার্থীদের কাছে ক্যারিয়ার হিসেবে ফার্মেসি একটি জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে।
ভর্তির জন্য
দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ার সুযোগ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম।
এ ছাড়া অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও তথ্যের জন্য ইউজিসির www.ugc.gov.bd ওয়েবসাইটে ভিজিট করা যেতে পারে।
কোর্সগুলো
বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পর্যায়ে চার বছরের বি. ফার্ম কোর্স চালু আছে। সম্প্রতি ফার্ম ডি. নামের পাঁচ বছরের কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে। চার বছরের বি. ফার্ম কোর্সের সঙ্গে সিলেবাসে অনেক সাদৃশ্য থাকলেও পাঁচ বছরের ফার্ম ডি. কোর্সে ক্লিনিক্যাল ফার্মেসি ও হসপিটাল ফার্মেসির ওপর জোর দেওয়া হয়। বি. ফার্ম অথবা ফার্ম ডি. ডিগ্রি নেওয়ার পর এম. ফার্ম করা যায়।
কাজের ক্ষেত্র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টসের পরেই ওষুধশিল্পের অবদান। ফার্মাসিস্টদের যে কেবল ওষুধশিল্পেই কাজের সুযোগ আছে, তা নয়; স্বাস্থ্য খাতেও তাঁদের সুযোগ রয়েছে কাজ করার।
ফার্মাসিস্টদের কাজের ক্ষেত্র সম্পর্কে একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম জানান, বাংলাদেশে দুই শতাধিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। একজন ফার্মাসিস্ট এসব প্রতিষ্ঠানে অনায়াসে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাস্যুরেন্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স বিভাগে কাজ করতে পারেন। ফার্মাসিস্টদের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ছাড়াও সুযোগ আছে সরকারি চাকরির।Source: http://goo.gl/npht3F