Skill Jobs Forum

News Portal Career Article => Career / Job News => Topic started by: H. M. Nasim on October 19, 2018, 10:56:45 AM

Title: যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরির সুযোগ বাংলাদেশে
Post by: H. M. Nasim on October 19, 2018, 10:56:45 AM
বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরি করার সুযোগ দিচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অগমেডিক্স বাংলাদেশ। এরই মধ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রকল্পের আওতায় ১৬০ জন তরুণকে প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে অগমেডিক্স বাংলাদেশের আয়োজনে 'অগমেডিক্স স্ক্রাইব অ্যাচিভারস নাইট' অনুষ্ঠানে ১৬০ জন স্ক্রাইবকে (যারা সফলভাবে প্রশিক্ষণ নেয়) সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এছাড়া এলআইসিটি, এসইআইওই, বাক্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব নোমান বলেন, এলআইসিটি প্রকল্পের সরাসরি সহযোগিতায় অগমেডিক্স মধ্যম আয়ের জনগোষ্ঠী তৈরি করে ডিজিটাল বাংলাদেশ ২০২১ এর লক্ষ্য পূরণে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সমর্থন অব্যাহত থাকবে, যা প্রযুক্তি নির্ভর স্ক্রাইব সেবার মাধ্যমে তরুণদের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জনের পরিবেশ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।

বাংলাদেশি বংশোদ্ভুত ইয়ান শাকিল ২০১২ সালে সানফ্রান্সিসকোতে অগমেডিক্স প্রতিষ্ঠা করেন। এটি এমন এক সেবামাধ্যম যেখানে একজন চিকিৎসক গুগল গ্লাস পরে রোগী দেখবেন এবং বাংলাদেশ থেকে দক্ষ স্ক্রাইবরা এই কথোপকথনটি সরাসরি দেখে ও শুনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স মেডিকেল স্ক্রাইব সম্পূর্ণ করার দায়িত্ব পালন করবেন। অগমেডিক্স প্রতি মাসে ২৫-৩০ জন নতুন স্ক্রাইব নিয়োগের উদ্দেশ্যে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার বিকাল সাড়ে চারটায় তাদের পান্থপথ কার্যালয়ে ইনফরমেশন সেশনের আয়োজন করে যা সবার জন্য উন্মুক্ত। এর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেখান থেকে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়।
(http://samakal.com/uploads/2018/09/online/photos/Augmedix-5ba88033edb77.jpg)
Title: Re: যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরির সুযোগ বাংলাদেশে
Post by: H. M. Nasim on October 19, 2018, 10:58:22 AM
Source: http://samakal.com/chakri/article/18091399/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87