Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 04:19:33 PM

Title: এখনই বদলে ফেলুন পাসওয়ার্ড: টুইটার
Post by: Noor E Alam on May 24, 2018, 04:19:33 PM
(http://www.ittefaq.com.bd/assets/images/news_images/2018/05/14/1526298649.jpg)

এখনই বদলে ফেলুন পুরনো পাসওয়ার্ড। এমনই নির্দেশ দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ফাঁস হয়ে যেতে পারে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য। টুইটার কর্তৃপক্ষ বিষয়টির উপর আলোকপাত করে, এবং ইউজারদের জানায়, সিস্টেমে একটি ক্রটিপূর্ণ প্রোগ্রাম ঢুকে পড়েছে। যেটি সমস্ত পাসওয়ার্ড গুলিতে জনসমক্ষে প্রকাশ করে চলেছে অনবরত।

বৃহস্পতিবার একটি পোস্টের মাধ্যমে সংস্থা জানান, সমস্ত পাসওয়ার্ডগুলিকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখন ইউজাররা নিশ্চন্ত হতে পারেন। কেউ যদি অন্যান্য ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করেন তবে এখনই বদলে ফেলুন সেটি।

হ্যাসিং (hashing) পদ্ধতির মাধ্যমে টুইটার ইউজারদের পাসোয়ার্ডকে সুরক্ষিত রাখে। যেটি আসল পাসওয়ার্ডকে বদলে দিয়েছে সাধারণ নম্বর ও অক্ষর দ্বারা।

কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যৎ যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কত পরিমান পাসওয়ার্ড জনসমক্ষে এসে পড়েছে তার সঠিক সংখ্যা এখনও সামনে আসেনি।

তবে, সংস্থা নিজেদের অ্যাকাউন্টগুলিকে নিয়ে সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন। টুইটার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার কয়েকটি উপায়-

১) টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।

২) নতুন পাসওয়ার্ড সেট করার সময় একটি কঠিন পাসওয়ার্ড দিন।

৩) খেয়াল রাখুন যাতে পাসওয়ার্ডটি দ্বিতীয়বার কোন জায়গায় ব্যবহার না হয়।


Source:- http://www.ittefaq.com.bd/science-and-tech/2018/05/14/157061.html