Skill Jobs Forum

Career Sector => Information Technology => Topic started by: Noor E Alam on May 24, 2018, 03:11:12 PM

Title: লাইন ছাড়া চলে ট্রেন!
Post by: Noor E Alam on May 24, 2018, 03:11:12 PM
(http://www.ittefaq.com.bd/assets/images/news_images/2018/05/16/1526452793.gif)

'রেললাইনে বডি দিব, মাথা দিব না''- বাঙালি গায়ককে এ সুযোগ দিতে নারাজ চীনারা। আর তাই রেল লাইন বাদ দিয়েই রেলগাড়ি চালু করেছে তারা। পরীক্ষামূলকভাবে চালু এই রেলগাড়ির নাম দিয়েছে 'স্মার্ট বাস'।

চীনের হুনান প্রদেশের বুঝাও শহরে পরিক্ষামূলকভাবে চালু হয়েছে লাইন ছাড়া এই রেলগাড়ি। এটি মূলত ট্রাম ও বাসের সংকর রূপ। যা চলে একটি ভারচুয়াল লাইনের উপর দিয়ে। অথাৎ প্রকৃত রেললাইন বসানোর দরকার নেই।



পরিক্ষামূলক রেলটিতে তিন থেতে চারটি বগি রয়েছে এবং এটি ৩০০ থেকে ৫০০ যাত্রী বহন করতে পারে। এই পদ্ধতিতে ১০কি. মি. রেলরাইন বসানোর খরচ হিসেবে বাঁচবে ১০০কোটি ইয়ান। বুঝাও শহরে পরিক্ষামূলকভাবে চালু রেলটির ভারচুয়াল লাইন ৩দশমিক ১কিলোমিটার দীর্ঘ। এই পথে মোট চারটি স্টেশন আছে। ১০মিনিট চারজে রেলটি চলবে ২৫কি.মি.।-ডয়েচে ভেলে।

Youtube Link:- http://www.ittefaq.com.bd/science-and-tech/2018/05/16/157269.html


Source:- http://www.ittefaq.com.bd/science-and-tech/2018/05/16/157269.html