Skill Jobs Forum

Business World & Useful Network => Organization => Technology => Topic started by: arif on April 19, 2017, 12:44:38 AM

Title: Five essential app for traveling
Post by: arif on April 19, 2017, 12:44:38 AM
ভ্রমণে প্রয়োজনীয় ৫ অ্যাপ

ভ্রমণের সময় স্মার্টফোনের অ্যাপ্লিকেশন কাজে লাগতে পারে। রাস্তার দিকনির্দেশনামূলক অ্যাপ, হোটেল বুকিং অ্যাপ, নোট লেখার অ্যাপ্লিকেশনের মতো দরকারি কিছু অ্যাপ্লিকেশন এ সময় কাজে লাগতে পারে। দরকারি ৫টি অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনে নিন:

গুগল ম্যাপস: গুগল ম্যাপস পরিচিত একটি অ্যাপ্লিকেশন। আশপাশের দোকান, রাস্তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য অনুসন্ধানে ব্যবহার করা যায় গুগল ম্যাপস। ডাউনলোডের ঠিকানা: https://play. google. com/store/apps/details? id=com. google. android. apps. maps&hl=en

এভারনোট: নানা রকম তথ্য আর্কাইভ করে রাখার সফটওয়্যার হলো এভারনোট। যেকোনো তথ্য সহজে মনে রাখার জন্য খুবই কাজের সফটওয়্যার এটি। ভ্রমণের পুরো পরিকল্পনাই এতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ডাউনলোডের ঠিকানা: https://play. google. com/store/apps/details? id=com. evernote&hl=en

জোভাগো: অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে হোটেল বুকিং করার সুবিধা রয়েছে জোভাগোতে। অ্যাপটির সাহায্যে হোটেল রুমের উচ্চ রেজুলেশনের ছবিও দেখা যাবে। ডাউনলোডের ঠিকানা: https://play. google. com/store/apps/details? id=com. jovago. asia. android&hl=en

গুগল ট্রান্সলেট: ভ্রমণের জন্য আরেকটি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল ট্রান্সলেট। বিভিন্ন ভাষা বুঝতে এবং দরকারি অনুবাদ করতে এ অ্যাপটি সাহায্য করবে। ডাউনলোডের ঠিকানা: https://play. google. com/store/apps/details? id=com. google. android. apps. translate&hl=en_GB

অ্যাকুওয়েদার: আবহাওয়ার খোঁজখবর জানিয়ে সাহায্য করতে পারে অ্যাকুওয়েদার নামের একটি অ্যাপ্লিকেশন। স্মার্টফোনে অ্যাপটি থাকলে কোথাও বেড়াতে যাওয়ার আগেই জানা যায় আবহাওয়ার পূর্বাভাস। ডাউনলোডের ঠিকানা: https://play. google. com/store/apps/details? id=com. accuweather. android

Source: https://goo.gl/rNL4dN