Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => Career Growth & Self Development => Personal & Professionals Effectiveness => Topic started by: Shaha Noor on April 09, 2023, 02:27:42 PM

Title: সফলতার অন্যতম প্যারামিটার আবেগীয় বুদ্ধিমত্তা - কতটুকু যৌক্তিক?
Post by: Shaha Noor on April 09, 2023, 02:27:42 PM
|| সফলতা ও আবেগীয় বুদ্ধিমত্তা ||
(https://drive.google.com/file/d/1tZVf72J6XNOhUk92tu3zbJ8EknWk7XsV/view?usp=sharing)
১৯৯৪ সালে প্রকাশিত "দি বেল কার্ভ" নামক একটি বইয়ে লেখকেরা বোঝানোর চেষ্টা করেছেন,
একজন মানুষ সফল হবে না কি ব্যার্থ হবে সেটা নির্ভর করে তার বুদ্ধিমত্তার উপর।
আবার সেই বুদ্ধিমত্তা নির্ভর করে তার পরিবার ও পরিবেশের উপর। তার মানে দাড়ালো, আর্থিকভাবে সচ্ছল ও শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা মানুষেরা বেশি বুদ্ধিমান হয়। ফলে তারা পড়াশোনায় ভালো করে এবং সফল হয়।
এখন প্রশ্ন হলো, সফলতা কি একটি নির্দিষ্ট প্যারামিটারএ আবদ্ধ?
এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে এমন একটি দক্ষতা সামনে চলে এসেছে যেটা প্রমান করে, যেকোন মানুষ চাইলেই সফল হতে পারে।
আর এই দক্ষতার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। এটা হলো চার ধরনের আলাদা আলাদা দক্ষতার সমষ্টি।

||প্রথম দক্ষতা হলো, আত্ম-সচেতনতা ||
অর্থাৎ মানুষ তার চিন্তা, আবেগ, উদ্দেশ্য ও কাজ সম্পর্কে সচেতন থাকা এবং কোনটা কেন হচ্ছে তা বুঝতে পারার ক্ষমতা।

।।দ্বিতীয় দক্ষতা হলো, আত্ম-নিয়ন্ত্রণ।।
অর্থাৎ মন খারাপ থাকলে সেটা নিজে থেকেই ভালো করতে পারা, রাগ নিয়ন্ত্রণ ও অতি আনন্দে ভারসাম্য ফিরিয়ে আনতে পারা এবং ভালো সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা।

।।তৃতীয় দক্ষতা হলো, অন্যকে বোঝার ক্ষমতা।।
অর্থাৎ অন্য মানুষের চিন্তা কি, তার অনুপ্রেরণা, আবেগ, কোথায় কেমন সেগুলো বুঝতে পারার ক্ষমতা।

।। চতুর্থ দক্ষতা হলো, অন্য মানুষের সাথে যোগাযোগ এর ক্ষমতা।।
অর্থাৎ অন্য মানুষকে প্রভাবিত করা, সহযোগিতা করা ও সহমর্মিতার মাধ্যমে সু-সম্পর্ক বজায় রাখতে পারার ক্ষমতা।

আমরা প্রতিনিয়ত এই চারটি দক্ষতার মধ্য দিয়ে জীবন-যাপন করছি। যেমন, Skill Jobs এ #talentsourcing নিয়ে কাজ করার ফলে আমার অনেক স্টুডেন্ট ও চাকরি প্রত্যাশিদের সাথে Counselling করার সুযোগ হয়েছে। আমি অনেকের কাছে প্রশ্ন করেছি, আপনি কেন এই সাবজেক্ট নিয়ে পড়ছেন, বা আপনি কেন এই ক্যারিয়ার বেছে নিয়েছেন।?
অনেকেই এটার উত্তর ঠিক মত বলতে পারেন না। অর্থাৎ মনের মধ্যে তিনি যে চিন্তা করছেন ও কাজের ভিত্তি সম্পর্কে তার পরিস্কার ধারনা নেই।

আপনিও হয়তোবা এমন অনেক সিনারিও এর অভিজ্ঞতা লাভ করেছেন।