Skill Jobs Forum

Career Counseling, Self Development, Skill Enhancer => Career Growth & Self Development => Topic started by: mim on May 08, 2019, 11:55:51 AM

Title: Change yourself, be successful at work
Post by: mim on May 08, 2019, 11:55:51 AM
নিজেকে বদলে নিন, কর্মক্ষেত্রে সফল হোন

মন্দ অভ্যাসের কারণে আপনি ব্যর্থ হচ্ছেন। সেগুলোর বদলে আপনাকে কিছু নতুন অভ্যাস আয়ত্ত করে নিতে হবে
প্রতিষ্ঠানের বড় কোনো দায়িত্বে আছেন আপনি। কিন্তু আপনার ব্যবস্থাপনা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ আছে। এ সমস্যা দূর করতে চাইলে আপনাকে নিজের নেতিবাচক আচরণগুলো বাদ দিতে হবে। আগে চিহ্নিত করুন, কী কী মন্দ অভ্যাসের কারণে আপনি ব্যর্থ হচ্ছেন। সেগুলোর বদলে আপনাকে কিছু নতুন অভ্যাস আয়ত্ত করে নিতে হবে। ব্যাপারটা কঠিন হলেও অসম্ভব নয়। আর সফল হলে আপনার সামনে চলে আসবে ওপরে ওঠার সিঁড়ি।

(https://st.depositphotos.com/2087445/2270/v/600/depositphotos_22700597-stock-video-animated-businessmen-celebrating-a-success.jpg)

মন্দ অভ্যাসগুলো আগে ঠিকমতো চিহ্নিত করুন

প্রয়োজনে মনোবিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। নিজেকে বদলে ফেলার এই প্রচেষ্টা শুধু কর্মজীবনেই নয়, পরিবার ও ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব রাখবে। দুই জায়গাতেই যদি সফল হন, আপনার এগিয়ে যাওয়া কে আটকায়? উৎপাদনশীলতা বাড়বে এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। করপোরেট জগতে এ রকম আকর্ষণীয় কর্মীর চাহিদা অনেক। এঁদের ঠিকই খুঁজে বের করে নেয় বড় প্রতিষ্ঠানগুলো। তাই নিজেকে বদলে নিয়ে আপনি পেয়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত কোনো পদে চাকরি।

শুরু করেই দেখুন, পরিবর্তন অবশ্যই আসবে

বছরের পর বছর ধরে একঘেয়ে এবং শৃঙ্খলাহীন কাজ করলে কারও আচরণে এমনিতেই কিছু নেতিবাচক বৈশিষ্ট্য যুক্ত হয়। আর নিয়মিত তার প্রকাশ ঘটতে দেখা যায় অফিস বা কর্মক্ষেত্রে। জীবনে বড় ধরনের পরিবর্তন চাইলে নতুন বছরকে সামনে রেখে কোনো পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারেন। মন্দ অভ্যাসগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে আত্মস্থ করুন কিছু সুন্দর অভ্যাস বা আচরণ। কীভাবে শুরু করবেন, তা নিয়ে ভাবতে বসলে কেবলই সময় নষ্ট হবে। দেরি করার অবকাশ নেই। প্রক্রিয়াটা কঠিন মনে হতে পারে। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে ভীতি কেটে যাবে। গোটা ব্যাপারটায় চাহিদার সঙ্গে আবেগের সমন্বয় করাটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু সাফল্যের মধ্য দিয়েই বাকিটা শেষ করার বিস্তর প্রেরণা মিলবে। তবে আলসেমি বা নিষ্ক্রিয়তা আপনার লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিতে পারে।

পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে

হাল ছেড়ে দিলে চলবে না। বহুদিনের পুরোনো কিছু কিছু মন্দ অভ্যাস পাল্টাতে অনেক সময় লাগে। নিজের খারাপ অভ্যাসগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখুন, যেন কোনোভাবেই সেগুলোর পুনরাবৃত্তি না হয়। যাদের সঙ্গ আপনার পুরোনো অভ্যাসগুলো ফিরিয়ে আনতে পারে, তাঁদের বর্জন করুন।

বিদেশি পত্রিকা অবলম্বনে

Source: The Daily Prothom Alo