News:

Skill.jobs Forum is an open platform (a board of discussions) where all sorts of knowledge-based news, topics, articles on Career, Job Industry, employment and Entrepreneurship skills enhancement related issues for all groups of individual/people such as learners, students, jobseekers, employers, recruiters, self-employed professionals and for business-forum/professional-associations.  It intents of empowering people with SKILLS for creating opportunities, which ultimately pursue the motto of Skill.jobs 'Be Skilled, Get Hired'

Acceptable and Appropriate topics would be posted by the Moderator of Skill.jobs Forum.

Main Menu

Headphone jack will not be available in iPhone

Started by arif, April 17, 2017, 11:40:19 PM

Previous topic - Next topic

arif

হেডফোন জ্যাক থাকবে না আইফোনে

প্রযুক্তি পণ্যের বাজারে নতুন গুজব, পরবর্তী আইফোনে কোনো হেডফোন জ্যাক না-ও থাকতে পারে! এখন প্রশ্ন হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আইফোনের পরের মডেলগুলোতে হেডফোন জ্যাকের পরিবর্তে লাইটনিং পোর্টের মাধ্যমে 'অল ইন অল কানেক্টর' প্রযুক্তি ব্যবহার শুরু করবে কি না।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অ্যাপলের এমন কাজের একাধিক উদাহরণ রয়েছে, এরকম করতে গিয়ে অতীতে বহুক্ষেত্রে প্রযুক্তি শিল্পের ধারাও পাল্টে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

জাপানিজ অ্যাপল ব্লগ ম্যাকওতাকারা বিশ্বস্ত এক সূত্রের কথা উল্লেখ করে জানিয়েছে, ভবিষ্যতের আইওএস ডিভাইসগুলোতে হেডফোন জ্যাকের বদলে 'লাইটনিং-ইকুইপড ইয়ারপড' রাখবে অ্যাপল। বলা হচ্ছে, আইফোন ৬এস থেকে আইফোন ৭ এক মিলিমিটার পাতলা হবে, ফলে এতে প্রথাগত হেডফোন পোর্টের জন্য যথেষ্ট জায়গা থাকবে না। আর একারণেই প্রথাগত পোর্টের বদলে লাইটনিং পোর্ট প্রযুক্তির দিকে ঝুঁকতে পারে অ্যাপল।

সিএনএন জানিয়েছে, আইফোন নতুন মডেল কতটা পাতলা হবে সে বিষয়ে যে কথা ব্লগে বলা হয়েছে, মূলত সেই গুজব সত্য কিনা সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন প্রযুক্তি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষক স্কট স্টেইনবার্গ বলেন, "অ্যাপল যদি আইফোন আরও পাতলা করতে চায়, তাহলে প্রতিষ্ঠানটিকে হেডফোন যুক্ত করার জন্য অবশ্যই ভিন্ন কোনো রাস্তা খুঁজতে হবে। আর অ্যাপল সবসময়ই বিভিন্ন কাজের মাধ্যমে প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যায়। এ জায়গায় যদি অন্য কোনো নির্মাতা হত, তাহলে আপনারা দেখতে পেতেন গ্রাহকরা বিষয়টির বিরোধিতা করছে।"

সিএনএন জানিয়েছে, অ্যাপল নিজেও গুজবে আগুনে ঘি ঢালার মতো অনেক 'সূত্র' ছড়িয়ে রেখেছে, যার ভিত্তিতে বলা যায়, আগামী আইফোনে হেডফোন জ্যাক না-ও থাকতে পারে। ২০১১ সালে অ্যাপল ডি-আকৃতির হেডফোন প্লাগের পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেছিল। ডি-আকৃতির হেডফোন প্লাগ প্রচলিত প্লাগের অর্ধেক বলে জানিয়েছে সাইটটি।

এছাড়াও, ২০১৪ সালে অ্যাপল একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ স্পেসিফিকেশন দিয়েছিল, যার মাধ্যমে তারা এমন হেডফোন তৈরি করতে পারবেন, যা সরাসরি আইফোনের লাইটনিং পোর্টের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

Source: http://bangla.bdnews24.com/tech/article1065314.bdnews