News:

Skill.jobs Forum is an open platform (a board of discussions) where all sorts of knowledge-based news, topics, articles on Career, Job Industry, employment and Entrepreneurship skills enhancement related issues for all groups of individual/people such as learners, students, jobseekers, employers, recruiters, self-employed professionals and for business-forum/professional-associations.  It intents of empowering people with SKILLS for creating opportunities, which ultimately pursue the motto of Skill.jobs 'Be Skilled, Get Hired'

Acceptable and Appropriate topics would be posted by the Moderator of Skill.jobs Forum.

Main Menu

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ

Started by Reyed Mia (Apprentice, DIU), April 12, 2017, 01:57:54 PM

Previous topic - Next topic

Reyed Mia (Apprentice, DIU)

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ

বিশ্বায়নের এ যুগে দেশ-বিদেশে মানসম্পন্ন শিক্ষার ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণের লক্ষ্যে ২০০৩-০৪ শিক্ষাবর্ষে রাজধানীর প্রাণকেন্দ্র কোলাহলমুক্ত পরিবেশে ধানমণ্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজটির যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা ড্যাফোডিল গ্রুপের কর্ণধার মো. সবুর খান। এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার সুযোগ রয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, বিবিএ, সিএসই, ফিন্যান্স ও মার্কেটিংয়ে অনার্স কোর্স চালু করা হবে।
লক্ষ্য ও উদ্দেশ্য : অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমণ্ডলী দ্বারা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। ষ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গুণাবলির বিকাশ ঘটানো। ষ প্রত্যেক শিক্ষার্থীকে দেশ-বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। ষঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী বাংলা মধ্যম ও ইংরেজি ভার্সনে শিক্ষা। ষনিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা। ষনিয়মিত এঁরফব ঞবধপযবৎ-এর তত্ত্বাবধান। ষআবশ্যিকভাবে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা।
ষ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সুবিধা।
সুবিধা : নিজস্ব সুপ্রশস্ত কলেজ ভবন ও শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ। ষকলেজের অবস্থান অনুযায়ী উন্নত যোগাযোগ সুবিধা। ষঅপ্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা। ষ উন্নতমানের ল্যাব, লাইব্রেরি ও ইন্টারনেট সুবিধা। ষছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের সুবন্দোবস্ত। ষএইচএসসিতে মান উন্নয়নসহ শতভাগ পাসের সুযোগ। ষ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ) ভর্তির ক্ষেত্রে ২০ থেকে ১০০% পর্যন্ত বৃত্তি। ষঅনার্সসহ উচ্চশিক্ষার সুযোগ।
নিয়ম-কানুন : শিক্ষাবর্ষ তিনটি টার্ম/পর্বে বিভক্ত। একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে প্রমোশন পেতে হলে ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে। তাছাড়া কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় নির্ধারিত গ্রেড পয়েন্ট (বিজ্ঞান শাখায় জিপিএ ৩ এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ২.৫) না পেলে এবং শ্রেণি-উপস্থিতি সন্তোষজনক না থাকলে বোর্ড পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না।
সফলতা : বোর্ড পরীক্ষা পাসের হার জিপিএ ৫ সহ শতভাগ। কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কেউ কেউ বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে।
যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। ৩/৩ ব্লক-এ, লালমাটিয়া (ধানমণ্ডি গভ. বয়েজ হাইস্কুলের পশ্চিম পাশে), ঢাকা।
ফোন :৯১২৬১৯৮, ০১৭১৩৪৯৩২২৭ ।

Sources: http://bangla.samakal.net/2017/04/08/283331
Reyed Mia (Apprentice, DIU)
Asst. Administrative Officer and Apprentice
Daffodil International University
102/1, Shukrabad, Mirpur Road, Dhanmondi, Dhaka-1207.
Cell: +8801671-041005, +8801812-176600
Email: reyed.a@daffodilvarsity.edu.bd