News:

Skill.jobs Forum is an open platform (a board of discussions) where all sorts of knowledge-based news, topics, articles on Career, Job Industry, employment and Entrepreneurship skills enhancement related issues for all groups of individual/people such as learners, students, jobseekers, employers, recruiters, self-employed professionals and for business-forum/professional-associations.  It intents of empowering people with SKILLS for creating opportunities, which ultimately pursue the motto of Skill.jobs 'Be Skilled, Get Hired'

Acceptable and Appropriate topics would be posted by the Moderator of Skill.jobs Forum.

Main Menu

Professional life in English

Started by jihad, January 20, 2014, 09:20:30 AM

Previous topic - Next topic

jihad

পেশাগত জীবনে ইংরেজি



বর্তমান প্রেক্ষাপটে যে কোনো করপোরেট অফিসে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতাকে বিশেষ মূল্যায়ন করা হয়। এ মূল্যায়নের শুরুটা হয় চাকরি জীবনের প্রবেশদ্বার বা একটি ইন্টারভিউ বোর্ড থেকেই। ইন্টারভিউ বোর্ডে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারলেই চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। তবে ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তার মুখোমুখি হয়ে অনেক সময় বিব্রত হতে হয় সঠিক শব্দটি খুঁজতে গিয়ে। প্রশ্নটা ইংরেজিতে হলে সে সমস্যা আরও প্রকট হয়ে উঠতে পারে। পেটাতে আমরা ভালোই পারি, কিন্তু অধিকাংশ সময়ই সুর-তাল- ছন্দের ধার ধারি না। আমরা ঢোলের কথা বলছি... এবং সেটা নিজেদের ঢোল! ইংরেজির ক্ষেত্রে অবশ্য বাদ্যযন্ত্রটা trumpet হয়ে যায়। সেক্ষেত্রে ঢোল না বাজিয়ে ?We blow our own trumpets?!  বাদ্যযন্ত্র সে যাই হোক, বাজাতে হলে একটু নিয়ম মেনে বাজানোই ভালো। এক-একটা সময় আসে, যখন আমাদের কাছে নিজেদের ঢোল পেটানোর সুযোগটি এগিয়ে দেওয়া হয়। কালটা যে-কোনো সময়, স্থান হচ্ছে একটি ঘর। পাত্র হচ্ছে আমি এবং টেবিলের উল্টোদিকে বসে থাকা এক বা একাধিক ব্যক্তি। ঠিক ধরেছেন ?It is an interview?! ইন্টারভিউতে একটি প্রশ্নকে প্রায় ধ্রুবতারা হিসেবে ধরা যেতে পারে। মানে, এই প্রশ্নটির সম্মুখীন হতে হয় সব চাকরি প্রার্থীকেই। প্রশ্নটি হলো ?Tell me/us something about yourself?... আসলে প্রশ্নটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন ও চাপের। উত্তর দেওয়ার তিনটি রাস্তা- সহজ, মাঝারি, কঠিন। যেটায় যে স্বাচ্ছন্দ্য এবং যেখানে যা প্রয়োজন, সেভাবেই এর উত্তরটা দেওয়া জরুরি।  What to say or what not to say is the question. অর্থাৎ, কী বলতে হবে বা কী বলা যাবে না, সেটাই মুখ্য বিষয়। নিয়মমতে, 'সহজ' পথে থাকলে স্পষ্ট বলে দেয়া যায়,?Sir, my name is...? And then we will go into our academic details, ?I completed my graduation form...? এরপরই সহজ রাস্তাটা সহজ না হয়ে মাঝারি হয়ে কঠিন দিকে যায়। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে বলা যায়। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমাদের চাকরি জীবনের আকাঙ্ক্ষা এবং বাস্তব মনছবিটা স্পষ্ট করে তুলে ধরতে হয়। অর্থাৎ, We should focus on our professional aspirations| মাঝারি রাস্তা নিলে, নিজের স্কুল-কলেজের কথা শেষ করেই পেশাদার লক্ষ্যে চলে আসতে হয়। মাঝারি রাস্তার উপযোগী লাইন হলো,?I have always wanted to see myself well established and doing justice to the faith the organisation has on me? অথবা?I am sincere and I will bear whatever responsibility the organisation entrusts me with? অথবা ?I am willing to work hard to get the job done? মোটকথা আমার গুণ কী-কী, সেটা স্কুল-কলেজের নামের পরই আসা উচিত। কিন্তু এটা একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ বা রক্ষণাত্দক উপায়! সামান্য কঠিন রাস্তায় হাঁটলে বলা যেতে পারে,?Sir I know I have the ability to reach the top, I just need an opening? A^ev ?I envisage a brighter future for the organisation and myself waiting to make it a reality?। প্রশ্নকর্তা যদি আমাকে নিজের দুর্বলতা জিজ্ঞাসা করেন, তখন নিজের একটা প্লাসপয়েন্ট বা শক্তির দিকই দুর্বলতার আকার দিতে পারে। যেমন, ?I am very particular about everything? বা?I am too much of a perfectionist?। সবকিছুতেই ব্যালান্স চাই। শুধু সহজ, মাঝারি বা কঠিন রাস্তা আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না। রাস্তাটা যখন সহজ থেকে মাঝারি হয়ে কঠিনের দিকে যাবে, Then and only then it may yield positive result। যেমন নিজের স্কুল-কলেজ এবং শিক্ষাগত যোগ্যতা অল্পকথায় শেষ করেই, যদি নিজের পেশাদার প্লাসপয়েন্ট ছুঁয়ে এক্কেবারে কঠিন রাস্তায় হেঁটে সামান্য আক্রমণাত্মক টোনে বলি,?I am very confident of gaining your approval... ব্যাপারটার প্যাকেজিং আরও ভালো হয়। মন জয় করা যাবে টেবিলের ওপারে বসা ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তাদের। কারণ ব্যাটে-বলে সঠিকভাবে মেলাতে পারলেই গলায় পরা যাবে সাফল্যের বরমাল্য। হওয়া যাবে সফল।
Source: http://goo.gl/9kK0sB